ঘুরে দাঁড়ানোর লড়াই পাথরপ্রতিমায়

May 28, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আম্পানের ধাক্কায় ঘরবাড়ি গিয়েছে। মাছ ভর্তি পুকুর, চাষের জমি – সব হারিয়ে পাথরপ্রতিমা এখন যেন বিষণ্ণপুরী। নদী, সমুদ্রের বাঁধ ভেঙেছে। তার উপরে গত তিন দিন ধরে নাগাড়ে বয়েছে ঝোড়ো হাওয়া। বুধবার সঙ্গ দিয়েছিল মুষলধারের বৃষ্টি। দুর্যোগ কাটিয়ে, দুর্যোগকে সঙ্গী করেই যেন ঘুরে দাঁড়াতে চাইছে পাথরপ্রতিমা।

বেশ কয়েকটি নদী এবং সমুদ্রে ঘেরা পাথরপ্রতিমা ব্লকে রয়েছে কয়েকটি দ্বীপ। কয়েক হাজার বাসিন্দা বিপন্ন। বুধবার ব্রজবল্লভপুরে পরিদর্শনে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন বিধায়ক সমীর জানা ও বিডিও রথীনচন্দ্র দে। তাঁদের ঘিরে স্লোগান পর্যন্ত দেওয়া হয়। পর্যাপ্ত ত্রাণের আশ্বাস পাওয়ায় শেষমেশ ক্ষোভ প্রশমিত হয়।

পাথরপ্রতিমার সর্বত্র একই ছবি। ঘরবাড়ি হারিয়ে সাইক্লোন সেন্টার আর সরকারি স্কুলেই ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। করোনার সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও প্রাণে বাঁচতে সব ঘরহারাই এখন একছাদের তলায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen