বাংলার বিশ্বজয়, ভ্যারাইটির ‘সর্বকালীন সেরা ১০০ চলচ্চিত্রের তালিকায় পথের পাঁচালী

এস এস রাজামৌলি পরিচালিত ছবিটি সেরা গান বিভাগে মনোনয়ন পেয়েছে।

December 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আবারও বিশ্বজয় করল পথের পাঁচালী। মানিকবাবুর ছবিটি যে ভারতীয় চলচ্চিত্রের সামর্থক তা আর বলার অপেক্ষা রাখে না। এবার ভ্যারাইটি ম্যাগাজিনের সর্বকালীন সেরা ১০০ চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছে পথের পাঁচালী। প্রসঙ্গত, পথের পাঁচালী একমাত্র ভারতীয় চলচ্চিত্র হিসেবে ১১৭ বছরের পুরনো ভ্যারাইটি ম্যাগাজিনের প্রথমবারের মতো করা সর্বকালীন সেরা ১০০ চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছে।

তালিকায় রয়েছে আলফ্রেড হিচককের সাইকো এছাড়াও রয়েছে দ্যি উইজার্ড অফ ওজ, দ্যি গডফাদার, সিটিজেন কেন এবং পাল্প ফিকশন। সেরা একশো ছবির তালিকায় ​পথের পাঁচালী ৫৫-তম স্থান পেয়েছে। সত্যজিতের ছবি সম্পর্কে বিচারকদের বক্তব্য, রিচার্ড লিংকলেটারের ‘বয়হুড’-এর অনেক আগেই, সত্যজিৎ রায় অপু ট্রিলজি বানিয়েছিলেন।

পল্লী বাংলা, ট্রেনের পিছনে ছুটে যাওয়া, কাশ বন, বাংলায় বর্ষা আসা; সত্যজিৎ পথের পাঁচালীর মাধ্যমে বাংলাকেই তুলে ধরেছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের উপর ভিত্তি করে সত্যজিৎ ছবিটি করেছিলেন। ছবিটি 1955 সালে মুক্তি পেয়েছিল। সেই সময় পথের পাঁচালী সম্পর্কে, ভ্যারাইটি মন্তব্য করেছিল, চলচ্চিত্রটি ভারতের রূপ তুলে ধরেছে। এই ছবিটি প্রথমবারের জন্যে পশ্চিমী দর্শকদের কাছে ভারতকে ফুটিয়ে তুলেছিল। আরও বলা হয়েছিল, ভারতের জনজীবনকে ছবিতে নিপুণভাবে সাজিয়েছেন সত্যজিৎ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen