দুগ্গা মূর্তি গড়তে অবশ্যম্ভাবী পতিতাপল্লির মাটি – কেন?

‘অশুচি’ পতিতাপল্লির মাটিতেই মৃন্ময়ী রূপ ধারণ করেন মহিষাসুরমর্দিনী।

September 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ‘অশুচি’ পতিতাপল্লির মাটিতেই মৃন্ময়ী রূপ ধারণ করেন মহিষাসুরমর্দিনী। শাস্ত্রের বিধান, অকালবোধনের সময় পতিতাপল্লীর আঙিনার মাটিতেই মহিষাসুরমর্দিনীকে গড়তে হবে। আংশিকভাবে হলেও বেশ্যালয়ের মাটি কাঠামোয় দিতেই হবে।

পতিতালয়ে গিয়ে পুরুষ যৌনতায় মাতে। জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য সে ফেলে আসে পতিতালয়ে। সঞ্চয় করে নিয়ে ফেরে পাপ। পতিতাপল্লীর আঙিনার মাটি পুণ্যে পরিপূর্ণ। তাই পুজোর মূর্তি তৈরিতে পতিতালয়ের মাটি আবশ্যক।

অকালে মহামায়া ন’টি রূপে পূজিতা হন। নবম কন্যাই হলেন পতিতালয়ের প্রতিনিধি। অষ্টকন্যার পর শেষ পুজোটি তাই পান তাঁরা। আদপে সমাজে যাঁরা কোণঠাসা, তাঁরাই ধরে রেখেছেন সমাজের ভারসাম্য। বেশ্যাবাড়ির মাটিতে মা গড়ে ওঠেন, সেই মূর্তির সামনে সকলে মাথা নোয়ান। দুর্গাপুজোয় সমাজ যেন, তার কোণঠাসা অংশকেই প্রণাম জানায়। এও এক কৃতজ্ঞতা প্রদর্শন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen