শীতে আলিপুর চিড়িয়াখানায় আসতে চলেছে পেঙ্গুইন, গ্রিন অ্যানাকোন্ডা
এছাড়া আলিপুর চিড়িয়াখানার আকর্ষণ বাড়াতে পরিকল্পনা রয়েছে আফ্রিকার সিংহ ও গ্রিন আনাকোন্ডা আনার।
November 4, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবছর শীতে আলিপুর চিড়িয়াখানায় আসতে চলেছে পেঙ্গুইনসহ একাধিক বিদেশি পশু।
দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে এবার পেঙ্গুইন আনার পরিকল্পনা চলছে আলিপুর চিড়িয়াখানায়। এছাড়া আলিপুর চিড়িয়াখানার আকর্ষণ বাড়াতে পরিকল্পনা রয়েছে আফ্রিকার সিংহ ও গ্রিন আনাকোন্ডা আনার।
আলিপুর চিড়িয়াখানায় ২০১৯ সালে ৪টি হলুদ অ্যানাকোন্ডা আনা হয়। প্রজননের ফলে বর্তমানে আলিপুর চিড়িয়াখানায় ১৬টি হলুদ অ্যানাকোন্ডা রয়েছে। তার সঙ্গে এবার যোগ দিতে আসতে চলেছে শ্রীলঙ্কার গ্রিন অ্যানাকোন্ডা, যাকে বলা হয়ে থাকে বিশ্বের সব থেকে বিশাল সাপ। এই গ্রিন অ্যানাকোন্ডা পাওয়া যায় ব্রাজিল ও ইকুয়েডরে আমাজনের গহন অরণ্যে।