মানুষ ওনাকে জবাব দিয়েছে, মোদীর অবিলম্বে পদত্যাগ করা উচিত: মমতা

বুথফেরত সমীক্ষা নিয়ে মমতা বলেন, যাঁরা বুথফেরত সমীক্ষা করেছিলেন, তাঁরা অনেকের মনোবল ভেঙে দিয়েছিলেন।

June 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার বিকেলে লোকসভা নির্বাচনের ফলাফলের পরিস্কার চিত্র সামনে আসতেই কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, ‘প্রচারে এসে বলেছিল, আব কি বার ৪০০ পার। এখন নীতীশ আর টিডিপির পা ধরতে হচ্ছে। মোদি-শাহর অহঙ্কার চূর্ণ হয়েছে। এই ফলাফল থেকে বিজেপির শিক্ষা নেওয়া উচিত। একক সংখ্যাগরিষ্ঠ দলের স্বীকৃতি পায়নি বিজেপি। বাংলায় ভোট পরিচালনা করেছে এক গদ্দার। রাজ্য পুলিশকেও কাজে লাগানো হয়নি। জনমতকে মানতে শিখুন।’ নরেন্দ্র মোদীর অবিলম্বে পদত্যাগ দাবি করেন মমতা। অমিত শাহেরও পদত্যাগ দাবি করেন তিনি।

বুথফেরত সমীক্ষা নিয়ে মমতা বলেন, যাঁরা বুথফেরত সমীক্ষা করেছিলেন, তাঁরা অনেকের মনোবল ভেঙে দিয়েছিলেন। ওই রিপোর্ট কোথা থেকে হয়েছিল জানি। আমি নিশ্চিত বিজেপির দফতর থেকে মনোবল ভেঙে দেওয়ার জন্যই ওই রিপোর্ট তৈরি করেছিল।

এদিন মমতা বললেন, ‘‘এই জয় মানুষের জয়, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র জয়। আমি আমার সমস্ত ‘ইন্ডিয়া’র সঙ্গীদের সমর্থন জানাচ্ছি। যাঁরা আছেন। যাঁরা আমাদের সঙ্গে জুড়তে চান। তাঁদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen