তৈরি হচ্ছে ১৮৩ কোটি টাকার কংক্রিটের বাঁধ, স্বস্তি তারকেশ্বর-ধনিয়াখালির মানুষের

কারণ জাঙ্গিপাড়া, তারকেশ্বর, ধনিয়াখালি ও পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দাদের বহুদিনের দাবি মেনে এই বছর বেশ কিছু এলাকায় বাঁধ নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে।

June 5, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রতি বছর বর্ষা এলেই ফুলে ফেঁপে ওঠে দামোদর (Damodor River) । বৃষ্টির পরিমাণ বাড়লেই নদের দু’কূল ছাপিয়ে জল ঢুকতে শুরু করে তীরবর্তী গ্রামগুলিতে। যার ফলে বর্ষা শেষে প্রায় শূন্য থেকে শুরু করতে হয় গ্রামবাসীদের। চোখের নিমেষে সব ভেসে যায়। তবে এই বছর বর্ষা আসার আগে আর আতঙ্কে দিন কাটাতে হচ্ছে না হুগলির নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। কারণ জাঙ্গিপাড়া, তারকেশ্বর, ধনিয়াখালি ও পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দাদের বহুদিনের দাবি মেনে এই বছর বেশ কিছু এলাকায় বাঁধ নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে।

বিশ্ব ব্যাঙ্ক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ও রাজ্য সরকারের সহায়তায় ১৮৩ কোটি টাকা ব্যয়ে কংক্রিটের বাঁধ নির্মাণ প্রকল্প চলছে। ইতিমধ্যেই যার প্রায় ৫০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে দাবি সেচ আধিকারিকদের। সেচ দফতরের আধিকারিক সোমনাথ ঘোষ জানান, ‘প্রায় ১৮৩ কোটি টাকা ব্যয় করে কংক্রিটের বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে ২০২০ সাল থেকে। জুন মাসে এই কাজ শুরু হয়েছিল। এটা ২০২২ সালের জুন মাস দু’ বছরের মধ্যেই প্রায় ৫০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে।’ স্বাভাবিকভাবেই এর ফলে স্বস্তির নিশ্বাস ফেলছেন বাসিন্দারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen