মানুষ থাকবে খাঁচায়, বাইরে পাখি! আলিপুর চিড়িয়াখানায় উদ্বোধন হল টানেলের

চিড়িয়াখানায় এবার মানুষ হবে বন্দি আর বাইরে জলে চড়বে হাঁস, কোথাও এক ডাল থেকে অন্য ডালে উড়ে বসবে পাখিরা

November 28, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীত আসতেই সেজে উঠছে আলিপুর চিড়িয়াখানা। তৈরি হয়েছে কাচের টানেল। মানুষ থাকবে টানেলের ভেতরে। আর বাইরে থাকবে পাখির দল। সোমবার টানেলের উদ্বোধন করলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।

টানেলে প্রবেশ করতে অতিরিক্ত টাকা দিতে হবে না। শীতের মরশুমে চিড়িয়াখানায় ভিড় জমে। শীতের আগে নয়া আকর্ষণ, যার পোষাকি নাম বার্ডস উইংস ওয়াক ইন ওয়ে। ফিতে কেটে টানেলের উদ্বোধন করেন মন্ত্রী। ঘুরে দেখেন, সঙ্গে ছিলেন চিড়িয়াখানার ডিরেক্টর-সহ অন্যান্যরা। কাচের টানেল দৈর্ঘ্যে ৬০ মিটার লম্বা আর উচ্চতায় চার মিটার। দেশ-বিদেশের ১৪টি প্রজাতির ১৫০টি পাখি থাকবে এখানে। দর্শকরা খুব কাছ থেকে পাখিদের সঙ্গে সেলফিও তুলতে পারবেন।

চিড়িয়াখানায় এবার মানুষ হবে বন্দি আর বাইরে জলে চড়বে হাঁস, কোথাও এক ডাল থেকে অন্য ডালে উড়ে বসবে পাখিরা। পাখিদের জন্য হলেও, এখনই বাঘ-সিংহ বা অন্য বন্যপ্রাণীদের জন্য কাচের টানেল তৈরি করার চিন্তাভাবনা এখনই নেই বলে জানাচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen