‘মানুষের জয়’, মমতার চাপেই GST কাঠামোয় পরিবর্তন, দাবি তৃণমূলের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার দাবির পর অবশেষে জীবন ও স্বাস্থ্যবিমায় জিএসটি মকুব করা হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,০৯:৫০: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার দাবির পর অবশেষে জীবন ও স্বাস্থ্যবিমায় জিএসটি মকুব করা হয়েছে। পণ্য ও পরিষেবা কর (GST) কাঠামোয় আনা হয়েছে বড় পরিবর্তন। তৃণমূল কংগ্রেস এই পরিবর্তনকে ‘চাপে মাথানত করে জিএসটি কাঠামোয় রদবদল’ হিসেবে দেখছে এবং এটিকে ‘মানুষের জয়’ বলে দাবি করেছে।
তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল X হ্যান্ডেলে জানিয়েছে, “সাধারণ মানুষের জয়। বধির শাসকের বিরুদ্ধে জয়।” তারা আরও উল্লেখ করেছে, “প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ঠুর, জনবিরোধী অর্থমন্ত্রীকে সতর্ক করছিলেন। নরেন্দ্র মোদির সরকার অবশেষে চাপের মুখে নতিস্বীকার করেছে। এই অবস্থান বদলই প্রমাণ করে কোণঠাসা হয়ে যাওয়ার পরই তারা নিজেদের বদলায়। আমরা জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদ, রাস্তায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করব।”
জিএসটি কাউন্সিলের বৈঠকের পর বুধবার রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, মূলত মধ্যবিত্তদের কথা ভেবেই এই জিএসটি কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। এর ফলে ১৭৫টি জিনিসের দাম কমতে পারে।
মূল পরিবর্তনগুলি হলো:
- বিমা এবং ওষুধ: স্বাস্থ্য বিমা, জীবন বিমা এবং ৩৩টি জীবনদায়ী ওষুধের উপর থেকে জিএসটি সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে।
- খাদ্যপণ্য: রুটি, পনির, দুধের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যগুলিতে জিএসটি আর থাকছে না। এছাড়াও, তেল, ঘি, মাখন, চিজ, নুডলস, চানাচুর, বিস্কুট, পাস্তা, সস-এর মতো জিনিসের উপর জিএসটি ১৮% বা ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে।
- নিত্য ব্যবহার্য সামগ্রী: সাবান, শ্যাম্পু, ব্রাশ, সেলাই মেশিন এবং ট্র্যাক্টরের মতো কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যের জিএসটি কমে ৫% হচ্ছে। এর ফলে সবজির দামও কমবে বলে আশা করা যায়।
- চিকিৎসা সরঞ্জাম: থার্মোমিটার, মেডিক্যাল গ্রেড অক্সিজেন, টেস্ট কিট, গ্লুকোমিটার এবং চশমার উপর জিএসটি ১৮% থেকে কমিয়ে ৫% করা হয়েছে।
- ইলেকট্রনিক্স এবং যানবাহন: এসি, টিভি, ডিশ ওয়াশিং মেশিন, মনিটর, ৩৫০ সিসির কম মোটর বাইক, তিন চাকার গাড়ি, ১৫০০ সিসির কম গাড়ি, বাস এবং ট্রাকের জিএসটি ১৮%-এ নামিয়ে আনা হয়েছে।
- শিক্ষাসামগ্রী: পড়ুয়াদের সুবিধার্থে ম্যাপ, খাতা, পেনসিল, এবং রাবারের উপর থেকে জিএসটি সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে।
এই নতুন জিএসটি কাঠামো ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। তবে, কোল্ডড্রিঙ্কস, পানমশলা, গুটখা, সিগারেট, বিড়ি, বড় দামি গাড়ি এবং ৩৫০ সিসির বেশি সিসির বাইকের উপর ৪০% জিএসটি বসানো হয়েছে, ফলে এগুলোর দাম বাড়বে।