লোকসান হলেই চিরতরে বন্ধ! রুগ্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাদের ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নিচ্ছে মোদী সরকার?

কয়েক বছর আগে নীতি নেওয়া হয়েছিল, লোকসান হওয়া সংস্থার পুনরুজ্জীবনের জন্য অর্থ সাহায্য দিয়ে সরকার প্রাথমিকভাবে চেষ্টা করবে।

January 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রুগ্ন ও লোকসানে চলা কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা এবার ধীরে ধীরে বিক্রি করে দেওয়া হবে? এমনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মোদী সরকার। লোকসান হলে বন্ধ, লাভজনক হলে বিক্রি? মনে করা হচ্ছে, সরকারি সংস্থা নিয়ে এরকমই নীতি নিচ্ছে মোদী সরকার।

কয়েক বছর আগে নীতি নেওয়া হয়েছিল, লোকসান হওয়া সংস্থার পুনরুজ্জীবনের জন্য অর্থ সাহায্য দিয়ে সরকার প্রাথমিকভাবে চেষ্টা করবে। এখন স্থির হয়েছে, লোকসানে চলা সংস্থাগুলির পাঁচ অথবা তিন বছরের পারফরম্যান্স দেখে তালিকা তৈরি করা হবে। যে সব সংস্থাগুলির আর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই, ওইসব সংস্থাকে তাই নেগেটিভ লিস্টে রেখে আর চালু রাখা হবে না। একে একে বন্ধ হবে। সব মন্ত্রককে তালিকা তৈরি করতে বলা হয়েছে।

ভারী শিল্প মন্ত্রকের অধীনে রয়েছে একাধিক সরকারি সংস্থা। ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন ও তার অধীনে থাকা পাঁচটি সংস্থাকে চিহ্নিত করা হয়েছে। স্টেট ট্রেডিং কর্পোরেশনকেও বন্ধ করার কথা ভাবা হয়েছে। ব্রিটিশ ইন্ডিয়া কর্পোরেশনকে তালিকভুক্ত করা হবে। লোকসানজনক হিসেবে নন-স্ট্র্যাটেজিক সেক্টরের ১৭৬টি সংস্থাকে চিহ্নিত করা হয়েছিল। এগুলির মধ্যে ৬০ শতাংশই বন্ধ করে দেওয়া হবে। মোদী সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থা চালাতেই চায় না। এখন নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থার পাঁচ ও তিন বছরের ব্যালান্স শিট দেখা হোক। গঠন করা হয়েছে কমিটি। তারাই রিপোর্ট দেবে। বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া নয়া অর্থ বছর থেকে শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen