চতুর্থীর দুপুরে কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো পরিষেবা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২৫: দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে শহরবাসী। এরই মাঝে চতুর্থীর দুপুরে ফের অঘটন ঘটল কলকাতা মেট্রোয়। শুক্রবার দুপুর প্রায় একটা নাগাদ যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। অভিযোগ, আপ লাইনে ট্রেন ঢোকার সময় তিনি ঝাঁপ দেন। এই ঘটনায় মুহূর্তেই থমকে যায় সম্পূর্ণ মেট্রো পরিষেবা। যাত্রীদের মধ্যে ছড়ায় বিরাট আতঙ্ক।
মেট্রো রেল সূত্রে খবর, দুর্ঘটনার জেরে সাময়িকভাবে ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বর্তমানে মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে। পরিষেবা ব্যাহত থাকায় যাত্রীদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।
এদিকে দুর্গাপুজোকে কেন্দ্র করে মেট্রো রেল ইতিমধ্যেই বিশেষ সময়সূচি ঘোষণা করেছে। ভিড় নিয়ন্ত্রণে এবং দর্শনার্থীদের সুবিধার জন্য পঞ্চমী (২৭ সেপ্টেম্বর) থেকে দশমী (২ অক্টোবর) পর্যন্ত ব্লু, গ্রিন, ইয়েলো এবং পার্পল লাইনে অতিরিক্ত ট্রেন চালানো হবে। বিশেষ করে সপ্তমী, অষ্টমী এবং নবমীতে (২৯ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর) ব্লু ও গ্রিন লাইনে সারারাত মেট্রো চলবে।
তবে পুজো শুরুর আগেই এই আত্মহত্যার চেষ্টার ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে এবং মেট্রো রেলের নির্দেশিকা মেনে চলতে। পুজোর মুখে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় উঠেছে নেটমাধ্যমে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। যাত্রীদের জন্য অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।