৮১ হাজার BLO-র ব্যক্তিগত নম্বর ফাঁস, মহিলা কর্মীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫২: রাজ্যের প্রায় ৮১ হাজার বুথ লেভেল অফিসারের (BLO) ব্যক্তিগত মোবাইল নম্বর (mobile number)ফাঁস। এসআইআর (SIR) প্রক্রিয়ার মধ্যে তাঁদের নম্বর সর্বত্র ছড়িয়ে পড়ায় বাড়ছে আতঙ্ক, বিশেষ করে মহিলা কর্মীদের নিরাপত্তা নিয়ে। এবার এ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
গত ৪ নভেম্বর থেকে দিনরাত একটানা ফোন আসছে মাঠের কর্মীদের কাছে। ভোটার তালিকার ইনিউমারেশন ফর্ম (Enumeration form) বিতরণ থেকে শুরু করে ফর্ম সংগ্রহের ব্যস্ততম পর্ব, সব ক্ষেত্রেই প্রশ্নের ঝড় তুলছে সাধারণ মানুষ। শেষ তারিখ ৪ ডিসেম্বর। তার আগে এই ফোন-সুনামি সামলাতে হিমশিম খাচ্ছেন কর্মীরা।
মহিলা বিএলওদের ক্ষেত্রে বিপদের আশঙ্কা আরও তীব্র। তাঁদের ব্যক্তিগত নম্বর সর্বত্র ছড়িয়ে পড়ায় নিরাপত্তা, মর্যাদা ও গোপনীয়তা নিয়ে উদ্বেগ বাড়ছে। কেউ হুমকি দেবে কি না, অসৎ উদ্দেশ্যে বিরক্ত করবে কি না, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উপরন্তু প্রতারণা, পুরস্কারের টোপ কিংবা প্রলোভনের ফোন এখন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী নির্বাচন কমিশনের (Election Commission Of India) দৃষ্টি আকর্ষণ করে বলেন, “অনুমতি ছাড়া ব্যক্তিগত মোবাইল নম্বর সর্বত্র ছড়িয়ে দেওয়া অপরাধ। বড় পদাধিকারীদের নম্বর ওয়েবসাইটে নেই, তাহলে কেন বিএলওদেরই সামনে ঠেলে দেওয়া হচ্ছে?”
বিশেষজ্ঞদের একাংশের মত, কমিশনের উচিত ছিল এসআইআর (SIR) কাজের জন্য অস্থায়ী আলাদা মোবাইল নম্বর দেওয়া। কাজ শেষ হলে সেই নম্বর নিষ্ক্রিয় হয়ে যেত। এতে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বজায় থাকত এবং ঝামেলাও কমত।
এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে, ততই পরিষ্কার হচ্ছে, গোটা চাপটাই মাঠের কর্মীদের কাঁধে গিয়ে পড়ছে। তাঁদের ব্যক্তিগত নম্বর ভাইরাল হওয়া সেই চাপকে আরও বিপজ্জনক করে তুলছে বলেই মত ওয়াকিবহাল মহলের।