পুর-প্রশাসক বোর্ড নিয়ে ফের ধাক্কা মামলাকারীর

কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েও খুব একটা সুবিধা করতে পারলেন না মামলাকারী। বুধবার সুপ্রিম কোর্ট সব পক্ষের বক্তব্য শোনার পর দ্রুত শুনানির পরামর্শ দিয়ে মামলাটি কলকাতা হাইকোর্টেই পাঠিয়ে দিয়েছে।

June 4, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েও খুব একটা সুবিধা করতে পারলেন না মামলাকারী। বুধবার সুপ্রিম কোর্ট সব পক্ষের বক্তব্য শোনার পর দ্রুত শুনানির পরামর্শ দিয়ে মামলাটি কলকাতা হাইকোর্টেই পাঠিয়ে দিয়েছে। এর আগে এই মামলায় হাইকোর্টে প্রথমে সিঙ্গল বেঞ্চ বোর্ডকে এক মাস কাজের সুযোগ দিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল। পরে সেই রায় চ্যালেঞ্জ করে মামলাকারী ডিভিশন বেঞ্চে গেলে ১২ মে ওই বেঞ্চ ২০ জুলাই পর্যন্ত বোর্ডের কাজের মেয়াদ বাড়িয়ে দেয়। সেই রায় চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে যান মামলাকারী। এ ব্যাপারে কলকাতা পুরবোর্ডের প্রশাসক ফিরহাদ হাকিমের বক্তব্য, ‘এই মামলা বিজেপির চক্রান্ত। চলতি পরিস্থিতিতে কোনও জনপ্রতিনিধিই পারেন পুরসভা চালাতে। অনভিজ্ঞ মানুষ এই কাজ পারবেন না। একই কথা প্রযোজ্য কাউন্সিলরদের ক্ষেত্রেও।’

শীর্ষ আদালতেও ধাক্কা মামলাকারীর

এ দিন শীর্ষ আদালতে বিচারপতি এ এম খানবিলকরের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে মামলাকারীর পক্ষে শ্যাম দিভান, বিকাশ সিং ও রাজ্যের পক্ষে অভিষেক মনু সিংভি ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন। আদালত দু’পক্ষের বক্তব্য শোনার পর দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টেই শুনানির কথা বলে। এর আগে হাইকোর্টে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি ১৯ জুলাই করার নির্দেশ দিয়েছিলেন। এ বার সেই দিন এগিয়ে আসবে বলে আশা মামলাকারীর। গোটা ঘটনা-পরম্পরায় বিজেপির ‘নোংরা খেলা’ রয়েছে বলে আগেই অভিযোগ তুলেছিল তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen