ফের বাড়ল পেট্রল–ডিজেলের দাম, ভোগান্তির আশঙ্কায় সাধারণ মানুষ

পেট্রোল–ডিজেলের দাম বেড়ে যাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুললেন তৃণমূল নেতৃত্ব।

June 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফের বাড়ল পেট্রোল–ডিজেলের দাম। রাজ্যে লাগাতার বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। তার জেরে বিপর্যস্ত গোটা রাজ্য। আর তারপরই বেড়ে গেল জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় মঙ্গলবার দাম বাড়াল তেল কোম্পানিগুলো।

শহর কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ২৫ পয়সা। দাম বাড়ার ফলে আজ থেকে লিটার প্রতি পেট্রোল কিনতে হবে ৯৪ টাকা ৫০ পয়সা দিয়ে। ডিজেলের দাম বেড়ে দাঁড়াল ৮৮ টাকা ২৩ পয়সা। দাম বেড়েছে ২৩ পয়সা। গত ১০ মে থেকে লাগাতার দাম বাড়ছে জ্বালানি তেলের দাম। কলকাতার পাশাপাশি দেশের রাজধানী দিল্লিতেও পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে।

পেট্রোল–ডিজেলের লাগাতার দাম বেড়ে যাওয়ার ভোগান্তির আশঙ্কায় সাধারণ মানুষ। বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাবের ভাড়া বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যেভাবে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে সেইজন্য বাংলা সহ একাধিক রাজ্য চলছে লকডাউন। লকডাউনের জেরে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে গিয়েছে। তার উপর বাস ভাড়া, ট্যাক্সিভাড়া বাড়লে সমস্যা আরও বাড়বে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কাও রয়েছে।

পেট্রোল–ডিজেলের দাম বেড়ে যাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুললেন তৃণমূল নেতৃত্ব। তাঁদের মতে, সাধারণ মানুষের কথা ভাবে না এই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। করোনা আবহে যখন বিপর্যস্ত দেশের মানুষ তখন আবার জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে। দাম কমানোর কোনও পদক্ষেপ করছে না কেন্দ্রীয় সরকার। করোনা ঠেকাতেও ব্যর্থ কেন্দ্রীয় সরকার।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের আগেও লাগাতার পেট্রোল–ডিজেলের দাম বৃদ্ধি বাংলার মানুষ মানতে পারেনি। আর তার জবাব ব্যালটে দিয়েছেন মানুষ। শোচনীয় পরাজয় হয়েছে বিজেপির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen