আজ থেকে কলকাতাতেও সেঞ্চুরি পেট্রলের, বাড়ল ডিজেলের দামও
এবার মহানগরেও সমস্ত পাম্পে সেঞ্চুরি মূল্যে কিনতে হবে এই জ্বালানি তেল।

রাজ্যের বাকি জেলার পর এবার কলকাতায় সেঞ্চুরি হাঁকাল পেট্রল (Petrol)। আজ, বুধবার সকাল ছ’টা থেকে কলকাতার সমস্ত পাম্পে লিটারপিছু পেট্রলের জন্য গুনতে হবে ১০০ টাকা ২৩ পয়সা।
একই সঙ্গে দাম বেড়েছে ডিজেলেরও (Diesel)। নতুন দাম হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা। ইতিমধ্যেই আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই ২৪ পরগনা সহ রাজ্যের ১৯টি জেলায় ১০০ টাকায় পৌঁছে গিয়েছে পেট্রলের দাম। এবার মহানগরেও সমস্ত পাম্পে সেঞ্চুরি মূল্যে কিনতে হবে এই জ্বালানি তেল।
পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ভোট মেটার পর থেকে লাগাতার দামি হচ্ছে তেল। ৪ মে থেকে বুধবার পর্যন্ত পেট্রল বেড়েছে মোট ৩৬ দিন। আর ডিজেল ৩৪ দিন। সে দিন থেকে কলকাতায় পেট্রল লিটারপিছু দামি হয়েছে মোট ৯.৬১ টাকা। আর গত এক বছরে ১৮.১৩ টাকা। ৩৪ দিনে ডিজেলের দামে বৃদ্ধি ৮.৮৯ টাকা, এক বছরে ১৭.৮৬ টাকা।
একে তো পরিবহণ জ্বালানির দাম বাড়ায় বাজারে জিনিসের দরে আগুন। তার উপরে ৯০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে রান্নার গ্যাসের দাম। তেলের চড়া দরের জন্য সাত বছরে উৎপাদন শুল্ক বিপুল হারে বাড়ার পরিসংখ্যান দেখিয়ে বিরোধীরা বিঁধছেন মোদী সরকারকে।