নবান্নে ফের PHE-র বৈঠক, জলচুরি রুখতে এবার কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে যুদ্ধকালীন তত্‍পরতায় কাজ শুরু হয়েছে।

December 10, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
নবান্নে ফের PHE-র বৈঠক, জলচুরি রুখতে এবার কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফের নবান্নে PHE-র বৈঠক হয়। সেখানেই জলচুরি রুখতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ট্যাংক হয়েছে পাইপ লাইন নেই। আবার পাইপ লাইন আছে ট্যাংক নেই। আপনারা বলছেন ৯০ লক্ষ লোক জল পেয়েছে, তারা কি সত্যিই পেয়েছে? আমার মনে হয় একটা নিরপেক্ষ সংস্থা দিয়ে এর সমীক্ষা করা উচিত।”

২০২৫ সালের মার্চের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। রাজ্যজুড়ে যুদ্ধকালীন তত্‍পরতায় কাজ শুরু হয়েছে। জেলায় জেলায় বেশ কিছু জায়গায় পাইপ লাইন পৌঁছলেই জল মিলছে না বলে অভিযোগ আসছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আগের দিন বলেছিলাম বাড়ি, বাড়ি যেতে হবে। এর ফলে আমাদের পক্ষে চিহ্নিতকরণ করতে সুবিধা হচ্ছে। ২১ হাজারের বেশি জায়গা চিহ্নিত হয়েছে। এগারো হাজারের বেশি অভিযোগ এসেছে। অভিযোগ আসলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনও কোনও আধিকারিকও এতে যুক্ত ছিলেন। ৩৭৩ সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ১২ চুক্তি গাফিলতির কারণে বাতিল হয়েছে। ২৩ আধিকারিককেও শো-কজ করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার সাথে মুখ্যসচিব মিটিং করেছেন। আশা করি তাদের থেকে সাহায্য পাব।”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, “পিএইচই’তে যে সব ঠিকাদার কাজ করে, তারা অগ্রিম টাকা পেয়ে যাচ্ছে। কিন্তু তাদের কাজ শেষ হচ্ছে না। আপনারা বলছেন ৯০ লক্ষ লোক জল পেয়েছে, তারা কি সত্যিই পেয়েছে? নিরপেক্ষ সংস্থা দিয়ে এর সমীক্ষা করা উচিত। সোর্স না দেখে পাইপ বসানো হয়েছে। এটা একটা মস্ত বড় ভুল। কেন ব্যবস্থা নেওয়া হবে না?”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen