পুতিন-মোদীর দোস্তি: ভারত সফরের বিশেষ মুহূর্ত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর এই প্রথম ভারত সফরে এলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৩তম ইন্দো-রাশিয়া সামিটে যোগ দিতেই তাঁর এই বিশেষ আগমন।
'বন্ধু' পুতিনকে স্বাগত জানাতে বিমানবন্দরে লাল কার্পেট বিছিয়ে অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমান থেকে নামতেই তাঁকে জড়িয়ে ধরেন তিনি। প্রথা ভেঙে নিজের গাড়িতেই পুতিনকে বিমানবন্দর থেকে নিয়ে যান প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার রাতে পুতিনকে নিজের বাসভবনে নৈশভোজে আমন্ত্রণ জানান মোদী। সেখানেই একান্ত সাক্ষাতে হালকা মেজাজে সময় কাটাতে দেখা যায় দুই রাষ্ট্রনেতাকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন প্রধানমন্ত্রী।
বন্ধুত্বের নিদর্শন হিসেবে পুতিনের হাতে একটি বিশেষ উপহার তুলে দেন নরেন্দ্র মোদী। তিনি রুশ প্রেসিডেন্টকে রুশ ভাষায় অনূদিত একটি 'শ্রীমদ্ভগবদ্গীতা' উপহার দেন।
শুক্রবার সকালেই রাষ্ট্রপতি ভবনে পৌঁছান রুশ রাষ্ট্রপ্রধান। সেখানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভ্লাদিমির পুতিন।