জিডি বিড়লা স্কুলের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ অভিভাবকরা

আইনশৃঙ্খলার অবনতির কারণ দেখিয়ে ৭ এপ্রিল থেক বন্ধ রয়েছে জিডি বিড়লা অ্যাকাডেমি ফর এডুকেশন-এর অধীন সমস্ত স্কুল।

April 11, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে (GD Birla School) আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিভাবকরা। যে সব পড়ুয়াদের ফি বাকি নেই, শুধু তাদের জন্যই সোমবার থেকে স্কুল খোলার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তি ঘিরেই এদিন আদালতে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চান অভিভাবকরা। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। মঙ্গলবার শুনানির সম্ভাবনা।

জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে (GD Birla School) আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিভাবকরা। যে সব পড়ুয়াদের ফি বাকি নেই, শুধু তাদের জন্যই সোমবার থেকে স্কুল খোলার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তি ঘিরেই এদিন আদালতে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চান অভিভাবকরা। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। মঙ্গলবার শুনানির সম্ভাবনা।

আইনশৃঙ্খলার অবনতির কারণ দেখিয়ে ৭ এপ্রিল থেক বন্ধ রয়েছে জিডি বিড়লা অ্যাকাডেমি ফর এডুকেশন-এর অধীন সমস্ত স্কুল। কর্তৃপক্ষের অভিযোগ, স্কুলের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন অভিভাবকরা। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া, অভিভাবকরা।

সোমবার থেকে শর্তসাপেক্ষে খুলছে জিডি বিড়লার সমস্ত স্কুল। নোটিস অনুযায়ী, ক্লাস করতে পারবেন না সব পড়ুয়ারা। যে সমস্ত পড়ুয়ারা ১০০ শতাংশ ফি জমা দিয়েছে, শুধুমাত্র তারাই ক্লাস করার অনুমতি পাবে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ফি বাকি থাকলেও ক্লাস করতে পারবে পড়ুয়ারা। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেই নির্দেশের অবমাননা করে।

কিছু পড়ুয়ার ফি বকেয়া থাকায় তাদের ক্লাসে ঢুকতে বাধা দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। কয়েকদিন আগের সেই ঘটনায় পড়ুয়াদের ক্লাস করতে দেওয়া হয়নি। স্কুল চত্বরে চলে অভিভাবকদের বিক্ষোভ। আদালতের দ্বারস্থ হন সেই অভিভাবকরা। ৬ এপ্রিল ওই মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, বেসরকারি স্কুলে ফি বকেয়া থাকলেও পড়ুয়াদের ক্লাস করা আটকানো যাবে না। তা সত্ত্বেও স্কুল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

সোমবার শর্তসাপেক্ষে স্কুল খোলায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন অভিভাবকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen