কোচবিহারের পর এবার আলিপুরদুয়ারেও চালু ‘পিঙ্ক পেট্রোল’
মহিলা বা শিশু সংক্রান্ত স্পর্শকাতর কোনও ঘটনার খবর আসার পর প্রথমে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে যাবে।
September 19, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে এবার আলিপুরদুয়ারেও চালু হল ‘পিঙ্ক পেট্রোল’। জেলাজুড়েই টহল দেবে মহিলা পুলিশ পরিচালিত পিঙ্ক পেট্রোলের ভ্যান। মহিলা বা শিশু সংক্রান্ত স্পর্শকাতর কোনও ঘটনার খবর আসার পর প্রথমে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে যাবে। তারপর মহিলা পুলিশের পিঙ্ক পেট্রোলের ভ্যান যাবে।
মঙ্গলবার পিঙ্ক পেট্রোল ভ্যানের উদ্বোধন করেন পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। আপাতত আলিপুরদুয়ারে একটি ভ্যান চালু করা হয়েছে। পরবর্তীতে আরও ভ্যান চালু করবে জেলা পুলিশ। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অসীম খান, এসডিপিও শ্রীনিবাসন এমপি ও আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন।