হংকং বিমানবন্দরে রানওয়ে থেকে পিছলে সমুদ্রে পড়ল বিমান, মৃত ২

October 20, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪২: অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনা! হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে (Hong Kong airport) রানওয়েতে পিছলে সমুদ্রে পড়ল বিমান। রানওয়ে থেকে পিছলে সোজা সমুদ্রে গিয়ে পড়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি পণ্যবাহী বিমান। দুর্ঘটনার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও ধাক্কা মারে বিমানটি। ওই গাড়িতে থাকা দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। নিহতদের মধ্যে একজন বিমানবন্দরের কর্মী ছিলেন বলে জানিয়েছে হংকং পুলিশ।

সোমবার ভোর সাড়ে তিনটা নাগাদ দুবাই থেকে আসা একটি পণ্যবাহী বিমানের অবতরণের কথা ছিল। পাইলট সহ মোট চারজন ক্রু সদস্য ছিলেন ওই বিমানে।

জানা গিয়েছে, অবতরণের সময় আবহাওয়া খারাপ ছিল। সেই কারণেই পাইলট বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

সোমবার ভোর সাড়ে তিনটায় দুবাই থেকে আসা এই পণ্যবাহী বিমানটির অবতরণের কথা ছিল। বিমানে পাইলট-সহ মোট চার জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পর তাঁদের সবাইকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে। কারও গুরুতর আঘাত লাগেনি বলে খবর মিলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen