একদিনে দুই ঘটনায় ভেঙে পড়ল IAF-এর চার্টার্ড বিমান, সুখোই ৩০ এবং মিরাজ ২০০০

তবে জোরকদমে চলছে উদ্ধারকাজ। বিমানে কত জন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। কীভাবে একই সঙ্গে দুইটি দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

January 28, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

শনিবার এক দিনে IAF-এর তিনটি বিমান দুর্ঘটনার কবলে পড়ল। আজ সকালে রাজস্থানের ভরতপুরে বায়ুসেনার একটি চার্টার্ড বিমান ভেঙে পড়েছে। পাশাপাশি, মধ্যপ্রদেশের মোরেনাতে দুর্ঘটনার কবলে পড়ে IAF-এর দুই যুদ্ধবিমান, একটি সুখোই ৩০ এবং একটি মিরাজ ২০০০।

শনিবার সকালে IAF-এর একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে রাজস্থানের ভরতপুরের নাগলা দিদা এলাকায়। উদ্ধারকাজ শুরু করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে আপাতত মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনাস্থলে বিমানচালকের খোঁজ মেলেনি। বিমানে কত জন ছিলেন, সেটা এখনও জানা যায় নি।

এদিকে মধ্যপ্রদেশে, শনিবার সকালেই বায়ুসেনার আরও দুই সুখোই ৩০ এবং মিরাজ ২০০০ ভেঙে পড়ে। সেখানেও শুরু হয়েছে উদ্ধারকাজ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen