সহযোদ্ধাদের জন্য প্লাজমা দান, সোশ্যাল মিডিয়ায় ‘হিরো’ কলকাতা পুলিশের ওসি

কলকাতা পুলিশের পক্ষ থেকে আবেদন, রক্ত দান করতে এগিয়ে আসুন কারমা শেরিংয়ের মতো আরও অনেকে, যাতে এই কঠিন সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরতে পারেন আরও বেশি সংখ্যক মানুষ।’

May 12, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

ফ্রন্ট লাইন কোভিড যোদ্ধা হিসেবে কলকাতা পুলিশের (Kolkata police) অনেকেই আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। কিছুদিন বিরত থেকেছেন। তারপর ফিরেছেন কাজে। সুস্থ হয়ে ওঠার পর আসল কাজটা কিন্তু ভোলেন না তাঁরা। এবারেও ঠিক তেমনটাই হল। সুস্থ হয়ে কাজে ফিরেই ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি প্লাজমা (Plasma) দান করলেন।

এই করোনা যোদ্ধার (covid winner) কথা তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাল কলকাতা পুলিশ। আসলে পুরোটাই যে মানুষকে বার্তা দেওয়া , যে যারাই সুস্থ হচ্ছেন তাঁরা যেন প্লাজমা দান করেন। এতে উপকার যে কতটা হয় তা সকলের জানা। কিন্তু সবাই এটাকে কর্তব্য বলে মনে করছেন না। যাতে প্রত্যেক করোনা জয়ী ব্যক্তি প্লাজমা দান করেন সেই বার্তা দিতেই ওসি শেরিংয়ের কথা জানাল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশ জানিয়েছে, ‘করোনায় আক্রান্ত হয়েছিলেন আমাদের সহকর্মী, বর্তমানে ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি কারমা শেরিং ভুটিয়া। তবে সুস্থ হয়ে ফিরে এসে নিয়মমাফিক কাজে যোগ দেওয়ার পরেও ভুলে যাননি অন্যান্য করোনা আক্রান্তদের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা। একটি সরকারি হাসপাতালের ব্লাড সেন্টারে হাজারো ব্যস্ততার মধ্যেই গতকাল নিজে গিয়ে করোনা রোগীদের জন্য প্লাজমা দান করেন আমাদের এই সহকর্মী। ‘

#পাশেআছিসাধ্যমতো করোনায় আক্রান্ত হয়েছিলেন আমাদের সহকর্মী, বর্তমানে ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি কারমা…

Posted by Kolkata Police on Tuesday, 11 May 2021

এরপরেই কলকাতা পুলিশ জানিয়েছে, ‘এক ইউনিট রক্ত থেকে পাওয়া প্লাজমা যে শুধুমাত্র একজন করোনা রোগীকে সাহায্য করবে তাই নয়, তা দিয়ে চিকিৎসা হতে পারে অন্যান্য কারণে গুরুতর অসুস্থ আরও দুজন রোগীর। সুতরাং কলকাতা পুলিশের পক্ষ থেকে আবেদন, রক্ত দান করতে এগিয়ে আসুন কারমা শেরিংয়ের মতো আরও অনেকে, যাতে এই কঠিন সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরতে পারেন আরও বেশি সংখ্যক মানুষ।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen