ফুচকা খেলেই সোনার নথ! ভাইরাল কাটোয়ার ‘শ্যামলদা’-র অফার

October 14, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১৪: ফুচকা খেয়ে সোনার গয়না জেতার সুযোগ, শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অভিনব অফার দিয়ে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন কাটোয়ার শ্যামল দেবনাথ। তাঁর ‘বিরাট ফুচকা’ চ্যালেঞ্জ এখন ভাইরাল। শর্ত একটাই- ফুচকাটি না ভেঙে একেবারে মুখে চালান করতে হবে। সফল হলে মিলবে পুরস্কার, সোনার নথ!

শ্যামলের দোকানটি কাটোয়ার কাশীশ্বরী বালিকা বিদ্যালয় এলাকায়। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অফারে এখনও পর্যন্ত ২৩ জন সফলভাবে সোনার নথ জিতেছেন। ফুচকার ভিতরে আলুমাখা ছাড়াও থাকে ছোলা, চাটনি, স্যালাডসহ নানা উপকরণ। মুখে নেওয়ার সময় যদি ফুচকা ভেঙে যায় বা উপকরণ পড়ে যায়, তাহলে পুরস্কার বাতিল। ব্যর্থ হলে দিতে হয় ২০ টাকা। তবু চ্যালেঞ্জ নিতে পিছপা হচ্ছেন না কেউ।

শ্যামলের এই কৌশলকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ তুঙ্গে। কেউ বলছেন, “ডলি চায়েওয়ালা যদি কোটিপতি হতে পারেন, তাহলে শ্যামলদার মার্কেটিং স্ট্র্যাটেজিও কম নয়!” তাঁর ব্যবসা এখন ফুলে ফেঁপে উঠছে। শুধু সোনা নয়, বিভিন্ন সময়ে শাড়ি, থালা-বাটি, গৃহস্থালির সামগ্রীও উপহার হিসেবে থাকছে।

শ্যামল নিজে জানিয়েছেন, “এই অফারটি কাটোয়াবাসীর কথা ভেবেই রেখেছিলাম। এতটা সাড়া পাব, ভাবিনি। আপাতত অফার চলবে, তবে কতদিন তা নির্দিষ্ট নয়।” তাঁর এই অভিনব প্রচার কৌশল শুধু ব্যবসায়িক সাফল্য নয়, মানুষের মুখে হাসিও এনে দিচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen