কেমন হবে বর্ষবরণের রাতের প্লে লিস্ট?
বর্ষবরণের রাতে এমন কিছু গান রয়েছে যা আগুন জ্বালিয়ে দেয় ডান্স ফ্লোরে।
December 31, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উৎসব-আনন্দ চরমে পৌঁছয় বর্ষবরণের রাতে। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দ আয়োজনে জড়িয়ে থাকে গান, তলে তলে চলে সেলিব্রেশন। নাচ-হই-হুল্লোড় কী গান ছাড়া হয়? চলুন দেখে নেওয়া যাক এমনই কিছু গানের তালিকা:
১) জামাল কুদু
২) চালেয়া
৩) বেশরম রং
৪) হোয়াট ঝুমকা?
৫) ম্যায় নিকলা
৬) রামাইয়া বস্তাবইয়া
৭) পহলে ভী ম্যায়
৮) ঝুমে জো পাঠান
৯) ম্যায় খিলাড়ি
১০) লেকে প্রভু কা না