প্রধানমন্ত্রীর আক্রমণ আমার জন্যে আশীর্বাদ: অভিষেক
প্রশ্নের জবাব দিতে দিতেই একে একে সাংসদ বললেন বাংলার ১০ বছরের উন্নয়নে কথা। সেই উন্নয়নের কথা তুলে খোঁচাও দিলেন বিজেপিকে।

যা খুশি প্রশ্ন করুন আমি উত্তর দেব। হ্যাঁ আজ এরকমই স্কিম নিয়ে লাইভে এলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রায় একঘন্টার লাইভ সেশনে রাজ্যবাসীর সমস্ত প্রশ্নের জবাব দিলেন তিনি।
করোনার (Covid 19) দ্বিতীয় ঢেউয়ে কাহিল গোটা দেশ। এই অবস্থায় সমস্ত প্রচার সভা, রোড শো বাতিল করেছে নির্বাচন কমিশন (Election Commission)। তৃণমূলও জানিয়েছে ভার্চুয়ালিই তারা পৌঁছবে মানুষের কাছে। তাই মানুষের সাথে সরাসরি যোগাযোগ করতে এই পন্থা নিয়েছেন সাংসদ। শুরুতেই বলেন, ‘মানুষের প্রাণের থেকে বড় কিছু না। মানুষ বাঁচলে তবেই রাজনীতি বাঁচবে ভোট হবে।’
সহজ, কঠিন সিলেবাসের কোন প্রশ্নই বাদ দিলেন না সাংসদ। সমর্থকদের প্রশংসার সাথে বিরোধীদের প্রশ্ন বাণেও জর্জরিত হলেন সাংসদ।
ভাতিজা রাজ থেকে কয়লা কেলেঙ্কারি সব তির্যক প্রশ্নেরই উত্তর দিলেন ধৈর্য এবং বিনয়ের সাথে। বললেন, ‘প্রধানমন্ত্রী আমাকে আক্রমণ করছে এতো আমার সৌভাগ্য। ২২ কোটি জনগণ যাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন তিনি আমার নাম নিচ্ছেন। উনি আমার গুরুজন। আমি এটাকে ওনার আশীর্বাদ হিসেবে ভাবি।’
পরিবারতন্ত্র প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করব এমন কোন বিল নিয়ে আসুন যাতে কোন নেতা মন্ত্রীর পরিবারের কেউ কোন সরকারি পদে থাকতে না পারে।’
প্রশ্নের জবাব দিতে দিতেই একে একে সাংসদ বললেন বাংলার ১০ বছরের উন্নয়নে কথা। সেই উন্নয়নের কথা তুলে খোঁচাও দিলেন বিজেপিকে। সাংসদ বিজেপি (BJP) নেতাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘একদিন সামনাসামনি উন্নয়নের হিসেব নিয়ে বসুন। আমি দশ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরব, আপনারা ৭ বছরে কী করেছেন তার হিসেব দিন।’