প্রধানমন্ত্রীর জন্মদিন ‘জাতীয় বেকারত্ব দিবস’ হিসেবে পালন নেট নাগরিকদের

প্রসঙ্গত, আগস্ট মাসে দেশে নতুন করে বেকার হয়েছেন

September 17, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিন। সকাল থেকেই সামাজিক মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন দেশের তাবড় তাবড় নেতারা। বিজেপির নেতা-কর্মী-সমর্থকরা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা বার্তায়। অন্যদিকে, গতবছরের মতো এবারও জন্মদিন উপলক্ষে মোদীকে নিশানা করল নেট নাগরিকরা। প্রধানমন্ত্রীর জন্মদিন ‘জাতীয় বেকারত্ব দিবস’ হিসেবে পালন হল #NationalUnemploymentDay হ্যাশট্যাগ দিয়ে।

প্রসঙ্গত, আগস্ট মাসে দেশে নতুন করে বেকার হয়েছেন ১৫ লক্ষ কর্মী। জুলাইতে দেশে কর্মসংস্থান কিছুটা বেড়েছিল। তবে ফের একবার নিম্নমুখী কর্মসংস্থানের গ্রাফ। এই বিষয়ে সেন্টার ফর নমিটরিং ইন্ডিয়ান ইকোনমি জানিয়েছে জুলাই মাসে দেশে চাকরিজীবী ছিলেন ৩৯৯.৩৮ মিলিয়ন। সেই সংখ্যা অগস্টে কমে দাঁড়িয়েছে ৩৯৭.৭৮ মিলিয়ন। এর মধ্যে ১৩ লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন।

আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী। কিন্তু দেশজুড়ে মন্দা পরিস্থিতিতে নাভিশ্বাস অর্থনীতির। নরেন্দ্র মোদীর জন্মদিনে এবছর জাতীয় বেকারত্ব দিবস পালনের ডাক দিয়েছে যুব কংগ্রেস। নেটিজেনরাও প্রধানমন্ত্রীকে এইদিনে বেকারত্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। সেই মতো সকাল থেকে টুইটারে শুরু হয় ট্রেন্ডিং। একের পর এক টুইট। ভাইরাল হয় #NationalUnemploymentDay। এই হ্যাশট্যাগটিতে প্রায় ৫৫ লক্ষ টুইট করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen