মোদির উৎসবের শুভেচ্ছায় ব্রাত্য দুর্গা পুজো, ক্ষোভ বাংলায়

নবরাত্রি, দশহরা, ছট পুজো, ঈদ, দিওয়ালির নাম করলেও প্রধানমন্ত্রী উল্লেখও করলেন না দুর্গাপুজোর। স্বভাবতই ক্ষোভে ফেটে পড়েছে বাংলা। সব উৎসবের নাম করলেও বাদ কেন দুর্গাপুজো? প্রশ্ন সকলের।

October 20, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা কালে জাতির উদ্দেশে সপ্তম ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বক্তব্যের শুরুতেই উৎসবের মরশুমে সতর্ক থাকার কথা মনে করিয়ে দেন তিনি। আনলক প্রক্রিয়া চালু হলেও ভাইরাস চলে যায়নি বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী।

ভাষণের শেষে উনি সকলকে বিভিন্ন উৎসবের জন্য শুভেচ্ছা জানান। নবরাত্রি, দশহরা, ছট পুজো, ঈদ, দিওয়ালির নাম করলেও প্রধানমন্ত্রী উল্লেখও করলেন না দুর্গাপুজোর। স্বভাবতই ক্ষোভে ফেটে পড়েছে বাংলা। সব উৎসবের নাম করলেও বাদ কেন দুর্গাপুজো? প্রশ্ন সকলের।

সামনেই একুশের ভোট। বিজেপির পাখির চোখ বাংলা। তার আগে বাংলা শিখছেন মোদি। ষষ্ঠীর দিন পুজো উদ্বোধনও করবেন তিনি। তার আগে পুজোর শুভেচ্ছা না জানিয়ে কি ইঙ্গিত দিলেন মোদি? আবারও প্রকট বিজেপির বাংলা বিরোধিতা? দুর্গাপুজো আর নবরাত্রিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen