প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে ভয় পেয়েছেন, বিধানসভায় বললেন মমতা

প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে ভয় পেয়েছেন বলেও মন্তব্য করেন মমতা।

July 27, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন, ঘুরে বেড়াচ্ছেন আর মণিপুর জ্বলছে, মিজোরাম জ্বলছে। প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে ভয় পেয়েছেন বলেও মন্তব্য করেন মমতা। পুলওয়ামা নিয়ে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের মন্তব্য টেনেও কটাক্ষ করেছেন তিনি।

পঞ্চায়েত ভোটে ‘হিংসা’ নিয়ে বিধানসভায় আলোচনার প্রস্তাব দিয়েছিল বিরোধী বিজেপি। সেই প্রস্তাব গৃহীত হয়। বৃহস্পতিবার বিধানসভার বাদল অধিবেশনে ‘হিংসা’ নিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তখনই সেই অভিযোগের জবাব দিয়ে নিজের ভাষণে মণিপুরের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen