ভার্চুয়ালি ব্রাত্য মতুয়াদের দাবি, পরে সোশ্যাল মিডিয়ায় CAA-নিয়ে আশ্বাস মোদীর ‘ড্যামেজ কন্ট্রোল’ কৌশল?

December 20, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: ভোট বড় বালাই! শনিবার নদীয়ার (Nadia) তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভার্চুয়াল সভা ঘিরে রাজনৈতিক উত্তাপ ছিল তুঙ্গে। কিন্তু সর্বসাকুল্যে পনেরো মিনিটের সেই ভাষণে নাগরিকত্ব বা মতুয়াদের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী বিশেষ কিছু না বলায় সাময়িক হতাশা তৈরি হয় মতুয়া সমাজে। তবে সেই ‘ক্ষতে প্রলেপ’ দিতে শনিবার সন্ধ্যায় আসরে নামেন খোদ প্রধানমন্ত্রী। সভা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ (সাবেক টুইটার) পোস্ট করে মতুয়া ও নম:শূদ্র সমাজকে আশ্বস্ত করেন তিনি।

শনিবারের ভার্চুয়াল সভায় নাগরিকত্ব প্রসঙ্গে মোদী নীরব থাকলেও, সন্ধ্যায় তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমি প্রত্যেকটি মতুয়া ও নম:শূদ্র পরিবারকে আশ্বাস দিচ্ছি, আমরা সর্বদা তাঁদের সেবা করব। তাঁরা তৃণমূলের অনুগ্রহে এখানে নেই। তাঁরা আমাদের সরকারের প্রণয়ন করা CAA-এর মাধ্যমে সম্মানের সঙ্গে ভারতে বসবাস করার অধিকার পেয়েছেন।’ এর সঙ্গেই তিনি প্রতিশ্রুতি দেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে মতুয়া ও নম:শূদ্র সমাজের জন্যে আমরা আরও বেশি করে কাজ করব।

রাজনৈতিক মহলের মতে, মোদীর এই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলের নেপথ্যে রয়েছে রাজ্যের খসড়া ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া বিতর্ক। সম্প্রতি প্রকাশিত খসড়া তালিকায় দেখা গিয়েছে, মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে প্রচুর নাম বাদ পড়েছে। বিশেষত রানাঘাট উত্তর-পূর্ব ও রানাঘাট দক্ষিণের মতো আসনগুলোতে হাজার হাজার মতুয়ার নাম তালিকায় নেই বলে অভিযোগ। মতুয়া মহাসঙ্ঘের দাবি অনুযায়ী, রাজ্যে প্রায় ১ কোটি ৮০ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন এবং ১০০টি বিধানসভা কেন্দ্রে তাঁদের বসবাস। এর মধ্যে ২১টি কেন্দ্রে জয়-পরাজয় নির্ধারণে মতুয়া ভোটই (Matua vote) শেষ কথা। নদীয়ার একাধিক কেন্দ্র এই তালিকার অন্তর্ভুক্ত। এমন পরিস্থিতিতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মতুয়াদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মোদীর এক্স বার্তার পরেই পাল্টা আক্রমণে নেমেছে তৃণমূল (TMC)। শাসকদলের দাবি, রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার নাম করে মতুয়াদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। মোদীর সভার পর সাংবাদিক বৈঠকে তৃণমূলের এক রাজ্যসভার সাংসদ বলেন, ‘প্রধানমন্ত্রী আজ মতুয়া গড়ে আগুন জ্বালানোর জায়গা তৈরি করে দিলেন। নাগরিকত্ব ও তালিকা সংশোধন নিয়ে মতুয়াদের একটা ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভ আগামীতে আরও বাড়বে।’

তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ও প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘রাজনৈতিক ভাষণের মাধ্যমে তিনি মতুয়াদের আশ্বস্ত করতে পারতেন। কিন্তু সেই রাস্তায় হাঁটেননি। কারণ ওঁর কাছে কোনও দিশা নেই। তিনি বুঝে গিয়েছেন পায়ের তলা থেকে মাটি সরছে।’ সিএএ (CAA) প্রসঙ্গে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেবাশিসবাবু বলেন, ‘সিএএ-র মাধ্যমে কতজন নাগরিকত্ব পেয়েছেন, সেই পরিসংখ্যান কেন্দ্রীয় সরকার প্রকাশ করুক। কতজন আবেদন করেছেন আর কতজন পেয়েছেন? আমাদের কাছে সব ডেটা রয়েছে।’

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen