MOTN: কাজের নিরিখে PM Modi-র রেটিংয়ে পতন, সমীক্ষায় উঠে এলো বড় তথ্য
এনডিএ সরকারের কার্যকারিতার প্রতিও মানুষের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সরকারের কাজকে ‘ভালো’ বলেছেন ৬২.১ শতাংশ মানুষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩.০০: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মক্ষমতা নিয়ে দেশের মানুষ কী ভাবছে, তা স্পষ্ট হয়েছে ইন্ডিয়া টুডে-সি ভোটারের যৌথ মুড অফ দ্য নেশন (MOTN) সমীক্ষায়। সাম্প্রতিক এই সমীক্ষায় দেখা গিয়েছে, ফেব্রুয়ারির তুলনায় আগস্টে মোদীর জনপ্রিয়তায় সামান্য হলেও ভাটা পড়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে যেখানে ৬২ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা করেছিলেন, সেখানে আগস্টে সেই হার নেমে এসেছে ৫৮ শতাংশে। সমীক্ষা অনুযায়ী, মোদীর তৃতীয় মেয়াদের কর্মক্ষমতাকে ‘অসামান্য’ বলেছেন ৩৪.২ শতাংশ মানুষ। ২৩.৮ শতাংশ জানিয়েছেন কর্মক্ষমতা ‘ভালো’। তবে ফেব্রুয়ারির সমীক্ষায় ‘অসামান্য’ রেটিং দেওয়া মানুষের সংখ্যা ছিল কিছুটা বেশি, ৩৬.১ শতাংশ।
অন্যদিকে, ১২.৭ শতাংশ উত্তরদাতা মোদীর কাজকে ‘গড়’ বলেছেন। আবার ১২.৬ শতাংশ মনে করেন কর্মক্ষমতা ‘খারাপ’, আর ১৩.৮ শতাংশের মতে এটি ‘খুব খারাপ’।
সমীক্ষা শুধু প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা নয়, এনডিএ সরকারের কার্যকারিতার প্রতিও মানুষের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সরকারের কাজকে ‘ভালো’ বলেছেন ৬২.১ শতাংশ মানুষ। কিন্তু নতুন সমীক্ষায় সেই হার নেমে এসেছে ৫২.৪ শতাংশে। ১৫.৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাঁরা না সন্তুষ্ট না অসন্তুষ্ট, যা ফেব্রুয়ারির ৮.৬ শতাংশের তুলনায় অনেকটাই বেশি। এ ছাড়া, ২.৭ শতাংশ স্পষ্টভাবে সরকারের কাজে অসন্তোষ প্রকাশ করেছেন।
এছাড়াও, মোদীর পরে প্রধানমন্ত্রী পদে বিজেপির ভেতরে কাকে দেখতে চান, সেই প্রশ্নও রাখা হয়েছিল অংশগ্রহণকারীদের সামনে। সমীক্ষার ফল বলছে, ২৮ শতাংশ মানুষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বেছে নিয়েছেন।
উল্লেখ্য, এই MOTN সমীক্ষা করা হয়েছে ২০২৫ সালের ১ জুলাই থেকে ১৪ অগাস্টের মধ্যে। দেশের সব রাজ্য ও লোকসভা কেন্দ্রে বিভিন্ন বয়স, বর্ণ, ধর্ম ও লিঙ্গের ৫৪ হাজার ৭৮৮ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের মতামত নেওয়া হয়েছে। পাশাপাশি, গত ২৪ সপ্তাহে সংগৃহীত ১ লক্ষ ৫২ হাজার ৩৮ জনের প্রতিক্রিয়াও বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়েছে।