মমতার দেখানো পথেই হাঁটলেন নরেন্দ্র মোদী, চালু করলেন ‘পিএম-বিদ্যালক্ষ্মী’

তৃতীয়বার ক্ষমতায় এসেই পড়ুয়াদের পাশে দাঁড়াতে সেই প্রতিশ্রুতি পূরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

November 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ইস্তাহারে মমতার অন্যতম প্রতিশ্রুতি ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তৃতীয়বার ক্ষমতায় এসেই পড়ুয়াদের পাশে দাঁড়াতে সেই প্রতিশ্রুতি পূরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটলেন নরেন্দ্র মোদী।

বুধবার প্রধানমন্ত্রী-বিদ্যালক্ষ্মী প্রকল্পে অনুমোদন দিয়েছে, যাতে আর্থিক সীমাবদ্ধতা মানসম্পন্ন উচ্চশিক্ষা অর্জনে বাধা না হয়। এই প্রকল্প অনুসারে, যে কেউ কোয়ালিটি হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে (কিউএইচইআই) ভর্তি হতে পারে তারা কোর্স সম্পর্কিত টিউশন ফি এবং অন্যান্য ব্যয়ের পুরো পরিমাণ কভার করার জন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে জামানতবিহীন, গ্যারান্টার-মুক্ত ঋণ পাওয়ার যোগ্য হবেন।

ন্যাশনাল ইনস্টিটিউশনাল Ranking ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) এর উপর ভিত্তি করে দেশের শীর্ষ ৮৬০ কিউএইচআইআই-তে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষা ঋণের সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্পের জন্য ৩,৬০০ কোটি টাকার ব্যয় অনুমোদিত হয়েছে। এতে প্রতি বছর ২২ লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নেবে।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য মন্ত্রিসভা পিএম-বিদ্যালক্ষ্মী প্রকল্প অনুমোদন করেছে, যাতে আর্থিক সীমাবদ্ধতা ভারতের কোনও যুবককে মানসম্পন্ন উচ্চশিক্ষা অর্জনে বাধা না দেয়।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen