সব লড়াই শেষ, শ্রাবণের ভরদুপুরে প্রয়াত কবি-সাংবাদিক রাহুল পুরকায়স্থ

আজ দুপুর ২টো ১০ মিনিটে শহরের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন রাহুল পুরকায়স্থ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১ বছর।

July 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Poet-Journalist Rahul Purkayastha passed away
Poet-Journalist Rahul Purkayastha passed away

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: শুক্রবার দুপুরে প্রয়াত হলেন কবি-সাংবাদিক রাহুল পুরকায়স্থ। আজ দুপুর ২টো ১০ মিনিটে শহরের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। শারীরিক অসুস্থতার কারণে বিগত বেশ কিছুদিন যাবৎ ভর্তি ছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১ বছর। একাধিক অঙ্গ বিকল হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

রাহুল পুরকায়স্থের জন্ম ১৯৬৪ সালের ৬ ডিসেম্বর, কলকাতায়। আটের দশক থেকে কবিতা লিখতে শুরু করেন তিনি। অন্ধকার, প্রিয় স্বরলিপি, নেশা এক প্রিয় ফল, আমার সামাজিক ভূমিকা-র মতো কাব্যগ্রন্থের রচয়িতা রাহুল পুরকায়স্থ। সব মিলিয়ে কুড়িটি কবিতার বইয়ের স্রষ্টা তিনি। জনপ্রিয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যম জি ২৪ ঘণ্টা-র জন্মলগ্নে ছিলেন তিনি, পরবর্তীতে টিভি নাইন বাংলার কনসাল্টিং এডিটর হন। পেয়েছিলেন পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সুভাষ মুখোপাধ্যায় সম্মাননা।

চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই ভোর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। এক্সটারনাল পেসমেকার বসানো হলে কিছুটা উন্নতি হয়। সেপসিসের সংক্রমণ শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে। ২৪ জুলাই তাঁর একাধিক অঙ্গ অকেজো হয়ে পড়ে। শুরু হয় ডায়ালিসিস। কিন্তু শেষ রক্ষা আর হল না। তাঁর মৃত্যুতে সাহিত্য জগতে শোকের ছায়া নেমে এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen