মৃত্যুর জন্য দায়ী বিষাক্ত জলই, ইন্দরের ঘটনায় ল্যাব রিপোর্টে উঠে এল সত্য

January 2, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৮: বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দরের ভগীরথপুরায় ১০ জনের মৃত্যুর জন্য দায়ী ‘বিষাক্ত’ জলই, গবেষণাগারের রিপোর্টে মিলল এমন তথ্য। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, পরীক্ষার জন্য শহরের একটি মেডিক্যাল কলেজ পানীয় জলের নমুনা পাঠানো হয়েছিল। তাতেই উঠে এসেছে সত্য, জানা যাচ্ছে, জলই বিষাক্ত হয়ে পড়েছিল। অন্যদিকে, স্থানীয়দের দাবি বিষাক্ত জল পান করে ১৪ জনের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, ভগীরথপুরায় এক থানার কাছে পাইপে ফাটল চিহ্নিত হয়েছে। যে জায়গায় পাইপ ফেটেছে, সেখানে পাইপলাইনের উপরে শৌচাগার নির্মাণ করা হয়েছে। শৌচাগারের জল ফাটলের মধ্যে দিয়ে পানীয় জলের সঙ্গে মিশেছে। তাতেই বিপত্তি। জানা যাচ্ছে, ‘বিষাক্ত’ জল পান করায় ভাগীরথপুরায় ১৪,০০ মানুষ আক্রান্ত। দুশোরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। ৩২ জন আইসিইউয়ে ভর্তি।

মধ্যপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, পাইপলাইন মেরামত করে পরিষ্কার জল সরবরাহ করা হচ্ছে ভাগীরথপুরায়। এলাকাবাসীদের ফল ফুটিয়ে পান করার পরামর্শ দেওয়া হয়েছে। মৃত্যুর ঘটনা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন ইতিমধ্যেই সে’রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে দূষিত পানীয় জল সরবরাহ করা হচ্ছিল। কারও পেটে ব্যথা, কারও বমি বমি ভাব, ইত্যাদি নানা সমস্যা দেখা দিচ্ছিল। স্থানীয় প্রশাসনকে বার বার জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।

ভগীরথপুরা মধ্যপ্রদেশের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়ের বিধানসভা এলাকার মধ্যে পড়ে। বুধবার রাতে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, কেন অসুস্থেরা চিকিৎসার খরচ পাচ্ছেন না? পরিস্রুত জল কেন সরবরাহ করা হচ্ছে না? সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারিয়ে বিজয়বর্গীয় বলেন, ‘‘তাতে ঘন্টা হয়েছে।’’ প্রতিবাদ করেন সাংবাদিক। শুরু হয় বাগ্‌বিতণ্ডা। বৃহস্পতিবার ভগীরথপুরার ১,৭১৪টি বাড়িতে সমীক্ষা চালানো হয়েছে। ৮,৫৭১ জনের শারীরিক পরীক্ষা করা হয়েছে। ৩৩৮ জনে ডায়েরিয়ার মৃদু উপসর্গ রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen