দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে তিনজনকে গ্রেফতার করল পুলিশ

October 12, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজের কাছেই দ্বিতীয় বর্ষের এক এমবিবিএস ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই ২৩ বছর বয়সি ছাত্রী বর্তমানে দুর্গাপুরের শিবপুর এলাকায় অবস্থিত আইকিউ সিটি মেডিকেল কলেজে চিকিৎসাশাস্ত্রের ছাত্রিনী। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ, তবে অভিযুক্তদের নাম এখনই প্রকাশ করা হয়নি। দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তি দিতে বদ্ধপরিকর পুলিশ, এমনটাই জানা যাচ্ছে ডিপার্টমেন্টের সূত্র মারফৎ।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই ছাত্রী এক পুরুষ বন্ধুর সঙ্গে বাইরে গিয়েছিলেন। তখন কিছু স্থানীয় যুবক তাঁদের কাছে আসে এবং কথাবার্তার একপর্যায়ে ওই ছাত্রীকে কলেজ থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। অভিযুক্তরা ধর্ষণের পর মেয়েটির মোবাইল ফোন ও সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ।

 

পুলিশে দায়ের করা অভিযোগে ছাত্রীর পরিবারের দাবি, অভিযুক্তদের সঙ্গে তাঁর বন্ধু নিজেও যুক্ত ছিল। পরিবারের অভিযোগ, ওই বন্ধু ছাত্রীটিকে বিভ্রান্ত করে নির্জন স্থানে নিয়ে গিয়েছিল, যেখানে অন্যরা উপস্থিত ছিল।

 

বর্তমানে নির্যাতিতা দুর্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছেন।

 

ঘটনার পর রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা জানিয়েছেন, আক্রান্ত ছাত্রীকে মনস্তাত্ত্বিক কাউন্সেলিং ও সমস্ত রকম সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, “এই ধরনের ঘটনা মানবিকতার পরিপন্থী। রাজ্য সরকার ভুক্তভোগীর পাশে রয়েছে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।”

 

দুর্গাপুর পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen