বর্ধমানে বিশেষ অভিযান চালিয়ে ‘ব্যান্ডেল গ্যাং’কে আটক করল পুলিশ
বিশেষ অভিযান চালিয়ে চুরি ও ছিনাতাইয়ের সঙ্গে যুক্ত বড় গ্যাংকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা রাজ্যের বিভিন্ন জেলায় চুরি এবং ছিনতাই করেছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশেষ অভিযান চালিয়ে চুরি ও ছিনাতাইয়ের সঙ্গে যুক্ত বড় গ্যাংকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা রাজ্যের বিভিন্ন জেলায় চুরি এবং ছিনতাই করেছে। তারা ভিনরাজ্যেও অপরাধ করেছে। এই গ্যাংয়ের সঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে। তাদের খোঁজেও তদন্তকারীরা তল্লাশি শুরু করেছেন। ধৃতরা কোথাও অপরাধ করার আগে সেখানে বেশ কিছুদিন থাকত। রেকি করার পর অপারেশন চালাত। ধৃতদের কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। দুষ্কৃতীরা একাধিক দলে ভাগ হয়ে অপারেশন চালাত। কয়েক দিন আগে কলকাতার বড়বাজারের কাছে এক ব্যবসায়ী ব্যাঙ্ক থেকে কয়েক লক্ষ টাকা তুলে বাড়ি ফিরছিল। সেই সময় তারা ওই ব্যবসায়ীর কাছে থেকে টাকা ছিনতাই করে চম্পট দেয়। পুলিস টেকনোলজি ব্যবহার করে গ্যাংটির সন্ধান পায়।
বর্ধমান শহরের ভিতর দিয়ে উল্লাসের দিকে দ্রুত গতিতে ছুটি আসছে চারচাকা গাড়ি। তাতে সওয়ার দু’জন লাস্যময়ী এবং চারজন যুবক। ঘোড়দৌড়চটির কাছে গাড়িটি আসতেই সাদা পোশাকে থাকা লালবাজারের গোয়েন্দারা গাড়িটি দাঁড় করালেন। গাড়িতে দুই যুবতী থাকার খবর তাঁদের কাছে আগে থেকেই ছিল। সেইমতো দু’জন মহিলা পুলিস আধিকারিকও সেখানে হাজির ছিলেন। দূর থেকে হাত দেখাতেই সেই গাড়ির চালক গাড়ির গতিবেগ কমিয়ে দেয়। গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একজন পুলিস আধিকারিক চাবি খুলে নিলেন। পথচলতি লোকজন কিছু বোঝার আগেই অন্য একটি গাড়িতে তুলে পুলিস তাদের বর্ধমান থানায় নিয়ে যায়। শুক্রবার ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।