West Bengal Police: চুরির ৪৮ ঘণ্টার মধ্যেই সাঁতারু বুলা চৌধুরীর ‘পদ্মশ্রী’ উদ্ধার পুলিশের
ড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের। চুরি যাওয়ায় ৪৮ ঘণ্টার মধ্যেই সাঁতারু বুলা চৌধুরীর ‘পদ্মশ্রী’ পদক উদ্ধার করল পুলিশ। জানা যাচ্ছে, একজনকে আটক করেছে পুলিশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৫: বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশ। চুরি যাওয়ায় ৪৮ ঘণ্টার মধ্যেই সাঁতারু বুলা চৌধুরীর ‘পদ্মশ্রী’ পদক উদ্ধার করল পুলিশ। জানা যাচ্ছে, একজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই চুরি যাওয়া পদকের হদিশ মিলেছে। পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তি নিজের দোষ স্বীকার করেছে। পদক ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বুলা চৌধুরী।
গত বৃহস্পতিবার রাতে হিন্দমোটরের দেবাইপুকুর রোডে বুলা চৌধুরীর আদি বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। বুলা চৌধুরী সপরিবারে দক্ষিণ কলকাতার কসবার ফ্ল্যাটে থাকেন। হিন্দমোটরের বাড়িটি দেখাশোনা করেন তাঁর ভাই মিলন চৌধুরী। শুক্রবার, দিদির বাড়ি দেখতে যান মিলন। বাড়িতে ঢুকেই দেখেন, পিছনের দিকে থাকা গেট ভাঙা। ঘর লণ্ডভণ্ড। বুলা চৌধুরীর মেডেল, স্মারক সব চুরি গিয়েছে। এমনকী বাথরুমের কল, ঠাকুরের জিনিসপত্র, লক্ষ্মীর ভাঁড়ও উধাও! উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।
শনিবার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে গিয়ে বেশ কয়েকটি নথি সংগ্রহ করে তদন্তকারী সংস্থা। উত্তরপাড়া থানার পুলিশ কয়েকজন দুষ্কৃতীকে আটকও করে। সূত্রের খবর, তাদেরই একজন পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করে। শনিবার রাতভর অভিযান চালিয়ে খোয়া যাওয়া প্রায় সমস্ত জিনিস উদ্ধার করেছেন তদন্তকারীরা। সংশ্লিষ্ট মহলের মতে, পুলিশের এই সাফল্য যথেষ্ট প্রশংসার দাবি রাখে। কীভাবে উদ্ধার হল পদক, আজ রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে হুগলি জেলা পুলিশ তা সবিস্তারে জানাতে চলেছে বলে জানা যাচ্ছে।