প্রচ্ছন্ন হুমকির বদলে সাফ জবাব, “পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়।”

পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড় – স্লোগানাকে প্রছন্ন হুমকি হিসাবেই মনে করছে পুলিশ মহল।

August 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর কাণ্ডের সঙ্গে প্লাবনের মতো ভেসে এসেছে ভুয়ো খবর। নানান আঙ্গিক তৈরি করা হচ্ছে। মিথ্যে খবরে মশগুল আম জনতা সমাজ মাধ্যমে পুলিশকে নিশানা করছে। একের পর এক স্লোগানে তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। পাল্টা দিলেন পুলিশকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় পুলিশের পাল্টা স্লোগান, “পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়।”

পুলিশকে কটাক্ষ করে স্লোগান দেওয়া হচ্ছে, “পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়।” লাগাতার এ ধরনের বাক্যবাণ ব্যাপক প্রভাব ফেলেছে পুলিশ মহলে। এবার সমাজ মাধ্যমেই পাল্টা সুর চড়াচ্ছেন পুলিশকর্মীরা। আমজনতা স্লোগান তুলেছিল, “পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়ো।” পালটা দিয়ে পুলিশের পোস্ট, “পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়।”

মুর্শিদাবাদ জেলা পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার এক আধিকারিক সৌম্য বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে লিখছেন, “হ্যাঁ আমিই সেই পুলিশ। যাকে তোমরা বিভিন্ন গালগল্পে ভাঁড়, মাতাল, চরিত্রহীন বলে দাগিয়ে দাও, আবার প্রয়োজনে চুপি চুপি এসে বলো, একটু প্রবলেমে পড়েছি। একটু দেখিস ভাই…! পুলিশের মেয়ের ভাবনাটা তার বাবা মায়ের উপরেই ছেড়ে দাও। তার বাবাকে দেখে সে হুমকির মোকাবিলা করতে সে শিখে ফেলেছে।”

পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড় – স্লোগানাকে প্রছন্ন হুমকি হিসাবেই মনে করছে পুলিশ মহল। পুলিশ কর্মীদের বক্তব্য, পুলিশ এ সমাজের মানুষ, তাঁদের ঘরেও মেয়ে আছে। কিন্তু নির্দিষ্ট এক পেশার মানুষদের প্রতি এই ধরনের আক্রমণ, হুমকি আর মেনে নেওয়া যাচ্ছে না। পুলিশের উপর তো বটেই, তাঁদের পরিবারের উপর ভীষণ মানসিক চাপ পড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen