রাতের শিফ্‌টে কর্মরত মহিলা কর্মীদের সুরক্ষায় নীতি তৈরি রাজ্যের, খসড়া অনুমোদনের অপেক্ষা

দপ্তরভিত্তিক মতামত পৌঁছলেই তা মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন মিললেই খসড়াটি কার্যকর করা হবে।

August 4, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৬:০৪: আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় কর্মক্ষেত্রে রাতের শিফ্‌টে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। রাতের শিফ্‌টে সরকারি অফিসে মহিলাদের কাজ করা নিয়ে স্পষ্ট নীতি তৈরি করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই চূড়ান্ত খসড়া তৈরি করেছে নবান্ন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কাছে তা পাঠানো হয়েছে। মতামত জানতে চেয়েছেন নবান্নের শীর্ষকর্তারা। দপ্তরভিত্তিক মতামত পৌঁছলেই তা মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন মিললেই খসড়াটি কার্যকর করা হবে।

রাতের শিফ্‌টে কর্মরত মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে যৌথভাবে একটি পূর্ণাঙ্গ খসড়া তৈরি করেছে রাজ্যের শ্রম এবং স্বরাষ্ট্র দপ্তর। মোট ২২টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে খসড়া প্রস্তাবে। রাতে কোনও সরকারি অফিসে মহিলাকর্মীরা কর্তব্যরত থাকলে তাঁদের জন্য সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। নিরাপত্তারক্ষী রাখাকে বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে। কর্মস্থলে পর্যাপ্ত আলো, সিসিটিভি নজরদারি, জরুরি পরিস্থিতিতে পর্যাপ্ত পরিবহণের সুবিধা রাখার কথাও উল্লেখ করা হয়েছে।খসড়ায় উল্লেখ করা হয়েছে, রাতের শিফ্‌টে কাজ করলে অতিরিক্ত পারিশ্রমিকের ব্যবস্থা রাখতে হবে।

খসড়া প্রস্তাবে আরও বলা হয়েছে, মহিলাদের অভিযোগের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ করার মতো পরিকাঠামো তৈরি রাখতে হবে। পুরুষ সহকর্মীরা মহিলা সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার বা অশালীন আচরণ করলে আইনগতভাবে কী শাস্তি হতে পারে, সে বিষয়ে সকল কর্মীকে সজাগ করতে হবে। মহিলাদের উপর অত্যাচারের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নিতে হবে। এছাড়াও বলা হয়েছে, কোনও মহিলাকে জোর করে রাতের শিফ্‌টে কাজ করানো যাবে না। সংশ্লিষ্ট মহিলাকর্মীর লিখিত সম্মতি পেলে তবেই তাঁকে ওই শিফ্‌টে কাজ দেওয়া যাবে।

মনে করা হচ্ছে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে কর্মক্ষেত্রে মহিলাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত হবে। নারীসুরক্ষা নিয়ে রাজ্য সরকারের প্রস্তাবিত খসড়া কী ভাবে দ্রুত কার্যকর করা যায় সেই বিষয়ে প্রশাসনিকস্তরে প্রস্তুতি ও আলোচনা চলছে। মুখ্যমন্ত্রীর অনুমোদনের পর প্রস্তাব বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen