উপনির্বাচনে জুটল না টিকিট, অর্জুন-সহ কারা ঠাঁই পেলেন BJP-র ‘বাতিলের খাতায়’?

শনিবার রাজ্যের ছয় বিধানসভা আসনে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তাতে কোনও হেভিওয়েট নেই। লোকসভায় পরাজিত বেশ কয়েকজন গেরুয়া প্রার্থীকে ফের টিকিট দেওয়া হতে পারে বলে জল্পনা চললেও দেখা গেল, তাঁরা সকলেই বাদের খাতায়।

October 20, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার রাজ্যের ছয় বিধানসভা আসনে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তাতে কোনও হেভিওয়েট নেই। লোকসভায় পরাজিত বেশ কয়েকজন গেরুয়া প্রার্থীকে ফের টিকিট দেওয়া হতে পারে বলে জল্পনা চললেও দেখা গেল, তাঁরা সকলেই বাদের খাতায়। সেই সঙ্গে বিজেপির হয়ে দিনরাত গলা ফাটানো বেশ কিছু দলবদলুদের টিকিটই দিল না বিজেপি। ফলে প্রশ্ন উঠছে তবে কি চিরতরে তাঁরা বাদের খাতায়?

অর্জুন সিং বারবার দল বদলান। এবারেও তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে গিয়েছিলেন, ভোটের ময়দানে হেরে ভূত হয়েছেন। ভাবা হচ্ছিল, নৈহাটি আসনে তাঁকে টিকিট দিতে পারে দল। কিন্তু বিজেপি আর সে পথে হাঁটেনি। আপাতত অর্জুনের রাজনৈতিক জীবন বিশ বাঁও জলে।

হাড়োয়া আসনে রেখা পাত্রের নাম দেখতে পাওয়ার আশায় ছিলেন অনেকেই, কিন্তু সেখানেও আপাত অচেনা মুখ। মেদিনীপুরে দিলীপ ঘোষের নাম ঘোরাফেরা করলেও, প্রাক্তন রাজ্য সভাপতিকে আর টিকিট দেয়নি দল। সম্ভবত শুভেন্দুকে তুষ্ট রাখতেই এ পদক্ষেপ। লোকসভা ভোটে পরাজিত বাঁকুড়ার প্রাক্তন সাংসদ সুভাষ সরকারকেও তালড্যাংরায় টিকিট দেওয়া হল না। অন্যদিকে, উত্তরের দুই আসনে অর্থাৎ সিতাই ও মাদারিহাটের কোনও একটিকে জল বার্লাকে টিকিট দিতে পারত বিজেপি। কিন্তু সেখানেও স্থানীয় মুখেই ভরসা রেখেছে পদ্ম শিবির।

তাপস রায়, লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, দিবেন্দ্যু অধিকারীদের নাম খুঁজে পাওয়া গেল না প্রার্থী তালিকায়। তবে কি ২০২৬-র আগেই সাফাই অভিযান সেরে ফেলল বিজেপি?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen