১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়াতে পুরভোট, রাজ্যের প্রস্তাবে সম্মতি কমিশনের
প্রায় তিন বছর ধরে বকেয়া পড়ে রয়েছে পুর-নির্বাচন। অবশেষে শুরু হয়েছে প্রস্তুতি।
November 9, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

দীর্ঘদিন ধরে হয়নি পুরভোট। প্রায় তিন বছর ধরে বকেয়া পড়ে রয়েছে পুর-নির্বাচন। অবশেষে শুরু হয়েছে প্রস্তুতি। আর সেই প্রস্তুতিতে আরও একধাপ এগোল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের প্রস্তাবে সম্মতি দিল রাজ্য নির্বাচন কমিশন।

ইতিমধ্যে পুর এবং নগরোন্নয়ন দপ্তরে সেই সংক্রান্ত সম্মতিপত্র পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাজ্যের প্রস্তাব মতই ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোট। অর্থাৎ বলাই যেতে পারে যে বাংলায় ফের একবার ভোটের দামামা বেজে গেল।