ধ্বংস হচ্ছে সবুজ, পঙ্গপাল আতঙ্ক গোটা বাংলায়

গাছের ডালে সবুজ পাতা বলতে আর কিছুই নেই। শুধুমাত্র ওই পতঙ্গগুলিকে দেখতে পাওয়া যাচ্ছে।

June 15, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

পঙ্গপালের দাপটে দিশেহারা গোটা উত্তর-পশ্চিম ভারত। ইতিমধ্যে ৫টি রাজ্যে ফসলের ব্যাপক ক্ষতি করেছে তারা। পঙ্গপালের দল ঝাড়খন্ড পর্যন্ত এসে পৌঁছেছে। এবার পঙ্গপাল আতঙ্ক ছড়াল বাংলায়।

ঝাড়খন্ড লাগেয়া আসানসোলের জেলার জামুড়িয়া ব্লকের পড়াশিয়া এলাকায় সবুজ রংয়ের পতঙ্গকে দেখে পঙ্গপালের আতঙ্ক ছড়িয়েছে। তবে সেই পতঙ্গগুলি আদৌও পঙ্গপাল কিনা তা নিয়ে দ্বিধায় রয়েছে ব্লক প্রশাসন। আসানসোল মহকুমার জামুড়িয়া ব্লকের পড়াশিয়া এলাকায় শিবমন্দির সংলগ্ন জঙ্গলের গাছের সবুজ পাতা নিমেষে শেষ হয়ে যাচ্ছে বলে দেখতে পান এলাকার বাসিন্দারা।

তারা জানান, জঙ্গলে গাছের ডালে অসংখ্য সবুজ রংয়ের পতঙ্গ বসে রয়েছে। গাছের ডালে সবুজ পাতা বলতে আর কিছুই নেই। শুধুমাত্র ওই পতঙ্গগুলিকে দেখতে পাওয়া যাচ্ছে। নিমেষের মধ্যে গোটা গ্রামের মধ্যে পঙ্গপালের আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের বাসিন্দারা তা পঞ্চায়েত অফিসে জানান।

পঙ্গপাল

স্থানীয় বাসিন্দা অজয়কুমার মণ্ডল বলেন, গত দু-তিন দিন ধরে এলাকার গাছের সবুজ পাতা নিমেষে শেষ হয়ে যাচ্ছিল। প্রথমে আমরা কিছু বুঝতে পারিনি। পরে দেখি গাছের ডালে সবুজ রংয়ের একটা পতঙ্গ। যদি সত্যি পঙ্গপাল হয়? একটা আতঙ্কও তৈরি হয়েছে। গ্রামের কৃষি জমিতে যদি পঙ্গপাল ঢুকে যায়, তাহলে তো সবকিছুই নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে।

তবে জামুড়িয়ার বিডিও কৃষাণু রায় বলেন, ওই কীটপতঙ্গগুলি পঙ্গপাল কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে জেলা কৃষি দপ্তরকে। তারপরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen