ইতিহাস রচনা পর্তুগালের! প্রথমবার অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়ন রোনাল্ডোর দেশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: অবশেষে এল সেই মুহূর্ত—যে মুহূর্তের জন্য অপেক্ষায় ছিল গোটা ফুটবল বিশ্ব। প্রথমবার অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল পর্তুগাল। বৃহস্পতিবার ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে সারা বিশ্বের সামনে নিজেদের শক্তির পরিচয় দিল পর্তুগালের জুনিয়র ফুটবল ব্রিগেড।
এই সাফল্য একদিনের নয়। । এবার বিশ্বকাপ জয়ের মুকুট উঠল মাথায়। কাতারে আয়োজিত এবারের টুর্নামেন্টে শুরু থেকেই ছন্দে ছিল রোমারিও কুনহার ছেলেরা।
গ্রুপ পর্বে নর্থ ক্যালিডোনিয়াকে ৬-১ এবং মরক্কোকে ৬-০ গোলে বিধ্বস্ত করে দেয় পর্তুগাল। যদিও শেষ ম্যাচে জাপানের কাছে ১-২ ব্যবধানে হার মানতে হয়েছিল রাফায়েল কুইনটাসদের। কিন্তু সেই ব্যর্থতা যেন আগুনে ঘি ঢেলে দিল!
নকআউট পর্বে তারা হয়ে ওঠে ভয়ঙ্কর। বেলজিয়ামের বিরুদ্ধে ২-১ জয়, তারপর মেক্সিকোকে ৫-০ উড়িয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ। সুইজারল্যান্ডকে ২-০ হারিয়ে সেমিফাইনাল, আর সেখানেও নাটকীয় জয়—টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে মাতেউস মিদেদের দল। এবং শেষ পর্যন্ত অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বের সেরা।
এমন সাফল্যে উচ্ছ্বসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও দলকে অভিনন্দন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ফুটবল মহলের দাবি—এই স্কোয়াডই ভবিষ্যতের সিনিয়র বিশ্বকাপ জেতানোর ক্ষমতা রাখে।
পর্তুগালের বাড়ি বাড়ি এখন উৎসব, বিশ্বাস—এই তারুণ্যের হাত ধরে বদলাবে দেশের ফুটবল ভবিষ্যৎ।