ডিসেম্বরে বঙ্গ বিজেপিতে বড় রদবদলের সম্ভাবনা?

দলের সবাই যেন অধির আগ্রহে অপেক্ষা করছেন ‘ডিসেম্বর’ মাস কবে আসবে

October 8, 2022 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

রাজ্য বিজেপির অন্দরে কান পাতলেই এখন শোনা যায় একটি শব্দ। ‘ডিসেম্বর’। দলের সবাই যেন অধির আগ্রহে অপেক্ষা করছেন ‘ডিসেম্বর’ মাস কবে আসবে!

কী এমন হতে চলেছে ডিসেম্বর মাসে? তা নিয়েই এখন সংবাদমাধ্যমে শুরু হয়েছে জল্পনা। চর্চাটা শুরু হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়। যিনি ডিসেম্বর মাসের মধ্যে তৃণমূল সরকারকে বিরাট ধাক্কা দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন। শুভেন্দুর কথায় উৎসাহিত‌ হয়ে একই হুঙ্কার দিতে শোনা গিয়েছিল রাজ্যে বিজেপির আরও বেশ কয়েকজন নেতাকে। তারপর থেকে ‘ডিসেম্বর’ মন্ত্র জপতে শোনা গিয়েছিল রাজ্যন বিজেপির ক্ষমতাসীন শিবিরের অনুগত কর্মী, সমর্থকদের।

রাজ্য বিজেপির এক মাঝরি মাপের নেতা তো ‘শুভ বিজয়া’র বার্তায় লিখেছেন, ‘আসছে বছর, বিজেপির হবে।’ কিন্তু কেন লিখেছেন? সংবাদমাধ্যমের কাছে তিনি জবাবও দিয়েছেন বড় নেতাদের কায়দায়, ‘‘দেখুন না কী হয়!’’

কিন্তু বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে কিন্তু অন্যরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে, ডিসেম্বর মাসে আসলে বড় মাপের ধাক্কা আসতে চলেছে রাজ্যয বিজেপিতেই। সেই ধাক্কায় রাজ্য বিজেপি নেতৃত্বের গোটা কাঠামোটাই ভেঙে আমূল পালটে যেতে পারে। প্রকাশ্যে অবশ্যব এ বিষয়ে সকলে মুখে কুলুপ এটেছেন।

বিজেপির এক সর্বভারতীয় নেতার কথায়, ‘‘গত এক বছরে রাজ্যকে বিজেপি নেতৃত্বের ভূমিকায় যারপরনাই বিরক্ত অমিত শাহ-জেপি নাড্ডারা। যে কারণে সচেতনভাবেই রাজ্য নেতাদের পাঠানো দুর্গাপুজোয় বাংলায় আসার আমন্ত্রণ প্রত্যাাখ্যান করেছেন তিনি। অথচ ওই সময় পাশের রাজ্য বিহারে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শোনা যাচ্ছে, ডিসেম্বরে রাজ্য বিজেপির একাধিক তাবড় নেতা পদচ্যু্ত হতে চলেছেন। যার মধ্যে কয়েকটি নাম রীতিমতো চমকে দেওয়ার মতো। পুরনো ও নতুন কর্মীদের সমন্বয়ের রসায়নে জোর দিতেই এই আমূল রদবদলের চিন্তা।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্যকে, “ডিসেম্বরে সাংগঠনিক নির্বাচন হবে। আমাদের রাজ্যেও হতে পারে। সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন। গত বছর বিধানসভা নির্বাচন ছিল। তাই সাংগঠনিক রদবদল হয়নি। সেটি বকেয়া রয়েছে।” সুকান্ত মজুমদারের বক্তব্য, “সাংগঠনিক ক্ষেত্রে নির্বাচন ও রদবদল যা হবে, সবই কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন।”


ডিসেম্বরের মধ্যে বিজেপির দখলে থাকা গুজরাত ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই ভোটের ফলের কথা ভেবেই কি কোনও ইঙ্গিত? ফলে কোনও কিছুতেই অঙ্ক মেলাতে পারছেন না বিজেপির নিচুতলার কর্মীরা। ধোঁয়াশার মধ্যে রয়েছেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen