মোবাইল নম্বর সংযুক্ত না হলে পোস্ট অফিসের সব সেভিংস অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে

পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর বাধ্যতামূলকভাবে সংযুক্ত করতে হবে।

December 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর বাধ্যতামূলকভাবে সংযুক্ত করতে হবে। তা না হলে সেভিংস অ্যাকাউন্ট ‘ব্লক’ করে দেওয়া হবে বলে নির্দেশ জারি করেছে কেন্দ্র। আগামী অর্থবর্ষ, অর্থাৎ ১ এপ্রিল এই নিয়ম চালু হচ্ছে।

পশ্চিমবঙ্গে সব ডাকঘর মিলিয়ে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকের সংখ্যা প্রায় ৭৬ লক্ষ ৭৭ হাজার। সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করার চেষ্টা অনেকদিন ধরেই চলছে। কিন্তু সবাইকে এই ছাতার তলায় আনা যায়নি। তাই এবার আর ঢিলেমি দিতে রাজি নয় ডাক বিভাগ। তারা জানিয়েছে, এতদিন ২০ হাজার টাকা বা তার উপরের লেনদেনে মোবাইল নম্বর চাওয়া হতো। এখন থেকে সেই সীমারেখা তুলে দেওয়া হল। যে কোনও লেনদেনের ক্ষেত্রেই অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল ফোনের নম্বর সংযোগ থাকা বাধ্যতামূলক।

তাহলে কি মোবাইল সংযোগ না থাকলেও আগামী সাড়ে তিনমাস সুষ্ঠুভাবে লেনদেন করা যাবে? না, তা হবে না। কারণ, অ্যাকাউন্ট ব্লক না হলেও এই পর্বে কেওয়াইসির মাধ্যমে মোবাইল নম্বর জমা না হলে লেনদেন করতে পারবেন না গ্রাহক। ডাক বিভাগের দাবি, গ্রাহককে আর্থিকভাবে সুরক্ষিত রাখতেই এই নিয়ম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen