পোস্টাল ব্যালট গণনার নিয়ম বদল! একের পর এক পদক্ষেপে ভোট চুরির অভিযোগ মেনে নিচ্ছে Election Commission of India?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩৫: রাহুল, অভিষেক, তেজস্বীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এমন বেনিয়মের অভিযোগ প্রকাশ্যে আনেন। তারপর থেকে অভিযোগ না মানলেও, একের পর এক পদক্ষেপে কমিশন কার্যত ভোট চুরির অভিযোগ স্বীকার করে নিচ্ছে। ভোট গণনায় জালিয়াতি নিয়ে বারবার প্রশ্ন তোলেন বিরোধীরা। সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে জারি হল নতুন নির্দেশিকা। এবার থেকে ভোট গণনার শেষ রাউন্ডের আগে পোস্টাল ব্যালটের গণনা শেষ করতে হবে।
নির্বাচন কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, EVM-র ভোট গণনার শেষ রাউন্ডের আগে পোস্টাল ব্যালট গণনা শেষ করতে হবে। এখন পোস্টাল ব্যালট গণনা শুরু হয় সকাল ৮টায়। তার আধঘণ্টা পরে শুরু হয় ইভিএম-এর ভোট গণনা। পুরনো নিয়মে ইভিএম-র ভোট গণনার সঙ্গে পোস্টাল ব্যালট গণনার কোনও সম্পর্ক ছিল না। পোস্টাল ব্যালট গণনার আগে ইভিএম-র ভোট গণনা শেষ হওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা ছিল না।
সাধারণত ইভিএম-র গণনা শেষ হওয়ার আগেই পোস্টাল ব্যালট গণনা শেষ হয়ে যায়। এবার ভোট গণনার প্রক্রিয়ায় অভিন্নতা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে গণনাকেন্দ্রের পোস্টাল ব্যালট গণনা শেষ হওয়ার আগে ইভিএম-র শেষ রাউন্ডের গণনা শুরু হবে না। সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে ই-সাইন চালু করেছে কমিশন। এতেই প্রশ্ন উঠছে, তবে কি কমিশন মেনে নিচ্ছে ভোট চুরির অভিযোগ? তা রুখতেই এমন একাধিক পদক্ষেপের অবতারণা?