শিশির অধিকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোষ্টারে ছয়লাপ কাঁথি

বার্তা প্রেরক হিসেবে পোস্টারে নাম রয়েছে সুজন দত্তর৷ যিনি দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রাক্তন প্রশাসক পদে ছিলেন৷ ইতিমধ্যে শহরজুড়ে ছেয়ে গিয়েছে ওই পোস্টার৷

February 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

পুর নির্বাচনের আগে উত্তপ্ত কাঁথি ও এগরা৷ এবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর নামে দুনীতির অভিযোগে পড়ল পোষ্টার৷ সোমবার সকালে এহেন পোষ্টার নজরে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পোস্টারে কাঁথি পুরভোট নিয়ে সরাসরি কিছু লেখা নেই৷ তবে তাতে লেখা রয়েছে, ‘অধিকারী পরিবারের মাথা কাঁথির সাংসদ শিশির অধিকারী দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান থাকা কালীন প্রশাসকের মাধ্যমে প্রতি মাসে ১.৫ কোটি টাকা নিয়েছেন৷’ বার্তা প্রেরক হিসেবে পোস্টারে নাম রয়েছে সুজন দত্তর৷ যিনি দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রাক্তন প্রশাসক পদে ছিলেন৷ ইতিমধ্যে শহরজুড়ে ছেয়ে গিয়েছে ওই পোস্টার৷

স্বাভাবিকভাবেই বিষয়টিকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া ধেয়ে এসেছে তৃণমূল শিবির থেকে৷ তৃনমূলের পটাশপুরে বিধায়ক উত্তম বারিক বলেন “তৃণমূল এমন ব্যাক্তিগত আক্রমণ করে না। এমন নিম্ন রুচি আমাদের নেই। তবে যা ঘটে তার কিছু তো বটে!’’ একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, ‘অফিসিয়ালি শিশিরবাবু কাঁথির তৃণমূল সাংসদ৷ অথচ বিধানসভা ভোটের সময় এগরা বালিঘাইয়ের সভায় দেখা গেল অমিত শাহের মঞ্চে উনি৷ স্বাভাবিকভাবেই ওর রাজনৈতিক স্বচ্ছতা নিয়ে কাঁথির মানুষের মনে প্রশ্ন রয়েছে৷’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen