‘গ্যাঁড়া বদের ঢ্যারা’, বর্ধমান BJP জেলা সভাপতির নামে পোস্টার ঘিরে চরমে আদি-নব্য সংঘাত

বৃহস্পতিবার সকালে শহরের কার্জন গেট-সহ একাধিক এলাকায় দেখা গেল জেলা সভাপতি অভিজিৎ তা-র ছবি সম্বলিত কুরুচিকর পোস্টার

September 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৩: বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলায় বিজেপির অভ্যন্তরীণ কোন্দল এবার প্রকাশ্যে। বৃহস্পতিবার সকালে শহরের কার্জন গেট-সহ একাধিক এলাকায় দেখা গেল জেলা সভাপতি অভিজিৎ তা-র ছবি সম্বলিত কুরুচিকর পোস্টার, যাতে লেখা- ‘গ্যাঁড়া বদের ঢ্যারা’। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

দলের আদি নেতাদের অভিযোগ, অভিজিৎ তা-র বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে – চালকল ও বালি খাদানে তোলাবাজি, ধর্মীয় অবমাননাকর মন্তব্য, দলীয় তহবিল তছরূপ ইত্যাদি। তাঁদের দাবি, তাঁর নেতৃত্বে বিগত কয়েকটি নির্বাচনে বিজেপির ফলাফল হতাশাজনক। বিশেষ করে ২০১৯ সালে জয়ী হওয়া বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র ২০২৪-এ তৃণমূলের দখলে চলে যাওয়াকে ‘নেতৃত্বের ব্যর্থতা’ বলেই মনে করছেন তাঁরা।

জেলা বিজেপির আদি নেতা কেশব কোনার বলেন, “অনেকদিন ধরেই অভিজিৎবাবুকে সরানোর দাবি উঠছে। ওঁর জন্য জেলায় দলটা শেষ হয়ে যাচ্ছে।” তাঁর অভিযোগ, তৃণমূল ও সিপিএম থেকে আসা নেতারা বেশি গুরুত্ব পাচ্ছেন, অথচ আদি বিজেপি কর্মীরা ব্রাত্য হয়ে পড়ছেন।

এই পোস্টার কে বা কারা লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতের অন্ধকারে কিছু লোক পোস্টার লাগিয়ে চলে যায়। বিজেপির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকট যে কর্মীরাই নেতৃত্বের বিরুদ্ধে পোস্টার মারছে। পূর্ব বর্ধমানে বিজেপির সংগঠন বলে কিছু নেই”।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen