মেদিনীপুরের বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ এলাকা

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে জেলা সভাপতির বিরুদ্ধে পোষ্টারিং করেছে দলেরই একাংশ। বিধানসভা নির্বাচনের মুখে ফের একই ঘটনার পুনরাবৃত্তি।

February 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভোটযুদ্ধ প্রায় দোরগোড়ায়। এর মধ্যেই ফের প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। এবার মেদিনীপুরের জেলা সভাপতি সমিত দাশের বিরুদ্ধেই পোস্টার পড়ল শহরে। তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে পদ বিলি করার অভিযোগ তুলেছেন দলেরই কর্মীরা। পোস্টারের নিচে লেখা ‘ভারতীয় জনতা পার্টি সৎ ও সক্রিয় কর্মীগণ।’ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিপাকে বিজেপি (BJP) নেতৃত্ব। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে জেলা সভাপতির বিরুদ্ধে পোষ্টারিং করেছে দলেরই একাংশ। বিধানসভা নির্বাচনের মুখে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। এ বিষয়ে জেলা বিজেপি সভাপতি সমিত দাশ বলেছেন, “যাঁরা পোস্টারিং করছেন তাঁরাই এব্যাপারে বলতে পারবেন। বিজেপি একটি সুশৃঙ্খল দল। এখানে চাইলেই পদ পাওয়া যায় না। তার জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে।”

উল্লেখ্য, বিজেপিতে এখন নতুন নেতাদের আধিক্য। সেই ভিড়ে একপ্রকার হারিয়ে যেতে বসেছেন আদি বিজেপি নেতা-কর্মীরা। তৃণমূলের জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপিতে যোগ দেওয়ায় তাঁর বহু অনুগামীও গেরুয়াশিবিরে নাম লিখিয়েছেন। তাঁরা এখন সামনের সারিতে। বিশেষ করে শুভেন্দুর সঙ্গে দলে আসা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি এখন একপ্রকার সমিতবাবুর ছায়াসঙ্গী বলা যেতে পারে। জেলা সভাপতির সঙ্গে প্রায় সব জায়গাতেই হাজির থাকছেন তিনি। একইভাবে অন্যান্য এলাকার তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতারাও যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন। ফলে ক্ষুব্ধ হচ্ছেন আদি বিজেপি নেতাকর্মীরা। সেই ক্ষোভ থেকেই এই পোস্টারিং বলে মনে করা হচ্ছে। ভোটের প্রাক্কালে এমন ঘটনায় রীতিমতো চাপে পড়েছে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen