যত্রতত্র থুতু ফেললে বড় অঙ্কের টাকা জরিমানা দিতে হবে, পোষ্টার দেওয়া হচ্ছে কলকাতার নানা স্থানে

এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পান–গুটখা খেয়ে যত্রতত্র থুতু ফেললে বড় অঙ্কের টাকা জরিমানা দিতে হবে।

February 10, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীরা অভিযোগ তুলতেন বিজেপি বাইরে থেকে লোক নিয়ে আসছে। আর তারা বাংলায় এসে পান–গুটকা খেয়ে বাংলার মাটিতে থুতু ফেলে নোংরা করছে। আর এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পান–গুটখা খেয়ে যত্রতত্র থুতু ফেললে বড় অঙ্কের টাকা জরিমানা দিতে হবে। আর একটা নতুন আইনও আনা হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই গাড়ি চালিয়ে যাওয়ার সময় কাচ নামিয়ে পরিষ্কার রাস্তা নোংরা করেন। এখন থেকে তাঁরা সাবধান। কারণ শহরকে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে আরও কড়া হচ্ছে রাজ্য সরকার। যত্রতত্র থুতু ফেললেই দিতে হবে বড় অঙ্কের জরিমানা।

এবার পানের পিক ও থুতু ফেলা বন্ধ করতে পোষ্টার দেওয়া হচ্ছে শহরের নানা স্থানে। মা ফ্লাইওভারেও এই পোষ্টার দেওয়া হয়েছে। বাংলা এবং ইংরেজি দু’ভাষাতেই দেওয়া হয়েছে এই নোটিস।

মা ফ্লাইওভারের বিভিন্ন জায়গায় তা টাঙানো হয়েছে। কোনও ব্যক্তি থুতু অথবা পানের পিক যেখানে সেখানে ফেললে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে, সে কথাই বলা হয়েছে নোটিসে। কলকাতা পুরসভার বক্তব্য, এই অপরাধ করে ধরা পড়লে মোটা টাকা জরিমানা হবে অভিযুক্তের। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, বাংলা এবং হিন্দি ও ইংরেজি ভাষায় ব্যানার-হোর্ডিং দেওয়া হয়েছে। সচেতনতামূলক প্রচার চলবে। যত্রতত্র থুতু ফেলা যাবে না। শহরকে নোংরা করা চলবে না।

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে শহরের বিভিন্ন জায়গা নতুন করে রং করা হয়েছিল। মা ফ্লাইওভারে হয়েছিল নীল-সাদা রং। সেই নতুন রঙের উপর অনেকে পানের পিক ফেলেন। নোংরা করে ফেলেন। মুখ্যমন্ত্রী নিজে এই অসচেতন প্রবণতা রোধে কড়া আইন নিয়ে আসার কথা জানিয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen