একদরে বিক্রি হবে আলু, উদ্যোগ নবান্নের

শর্ত একটাই, ওই দোকানে অন্য কোনও আলু বিক্রি করতে পারবেন না তারা। খোলা বাজার থেকে আলু কিনে বিক্রি করা যাবে না ওই দোকানে।

November 25, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
আলুর দামে লাগাম টানতে এবার উদ্যোগী হল রাজ্য সরকার, সংগৃহীত চিত্র

ক্রমবর্ধমান আলুর দামে লাগাম টানতে এবার উদ্যোগী হল রাজ্য সরকার। আজ থেকেই ময়দানে নেমেছে কৃষি বিপণন দফতর। জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে গোটা রাজ্যে বিভিন্ন বাজারে ২৫ টাকা কিলোগ্রাম দরে আলু বিক্রির ব্যবস্থা করছে তারা। এজন্য মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্সের সঙ্গেও বৈঠক করেছেন দফতরের আধিকারিকরা।

সব ঠিক থাকলে আগামীকাল থেকে খোলা বাজারে মিলবে সরকারি আলু (Potato)। দফতরের তরফে জানানো হয়েছে, টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে ঠিক হয়েছে আগামীকাল থেকে বিভিন্ন বাজারের খুচরো বিক্রেতাদের ২২ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি করবে তারা। সেই আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন খুচরো বিক্রেতারা।

শর্ত একটাই, ওই দোকানে অন্য কোনও আলু বিক্রি করতে পারবেন না তারা। খোলা বাজার থেকে আলু কিনে বিক্রি করা যাবে না ওই দোকানে। শর্ত ভঙ্গ করলে শাস্তির মুখে পড়তে হবে দোকানিকে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চেষ্টা করেও আলুর দাম নিয়ন্ত্রণে আনতে পারেনি রাজ্য সরকার। তাই এবার মধ্যবিত্তের ভাঁড়ারে স্বস্তি দিতে নতুন উদ্যোগ শুরু করল নবান্ন (Nabanna)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen