Poush Mela 2025: পৌষমেলা উপলক্ষ্যে হাওড়া-বোলপুর রুটে বিশেষ ট্রেন, রইল Update
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: শুরু হয়ে গিয়েছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। মেলা উপলক্ষ্যে পর্যটকদের ভিড় জমছে। তাই পৌষমেলা উপলক্ষ্যে, মেলায় যাওয়া যাত্রীদের জন্য বিশেষ ট্রেন চালু করল পূর্ব রেলের হাওড়া ডিভিশন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, হাওড়া–বোলপুর রুটে স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি ২৮ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত চলবে। এই মর্মে পূর্ব রেলের হাওড়া ডিভিশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
রেল সূত্রে খবর, ট্রেনটি হাওড়া থেকে যাত্রা করে ব্যান্ডেল, বর্ধমান ও গুসকরা স্টেশনে থামবে। তারপর বোলপুরে পৌঁছবে। ১১ কোচের এই বিশেষ ট্রেনে ৯টি সাধারণ এবং ২টি সংরক্ষিত বগি থাকছে। কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে মেলা উপলক্ষ্যে বোলপুরে আসা-যাওয়া অনেকটাই সহজ হবে বলে মত রেলের। আজ, বৃহস্পতিবার ট্রেনটি সফর শুরু করছে। হাওড়া থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে সকাল ৯টা ৫৫ মিনিটে বোলপুরে পৌঁছবে ট্রেনটি। অন্যদিকে, স্পেশাল ট্রেনটি বোলপুর থেকে সকাল ১১টা ৫০ মিনিটে ছেড়ে দুপুর ২টা ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে।
উল্লেখ্য, পৌষমেলা শুরু হলেও রেল নতুন কোনও বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণা করেনি প্রথমে। ফলে পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তরফে নতুন ট্রেন পরিষেবা ঘোষণার ফলে এখন পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা খুশি। মেলার দিনগুলিতে বাড়তি যাত্রী চাপ সামাল দিতেই এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হয়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের। মেলার হস্তশিল্পী ও ব্যবসায়ীদের আশা, বিশেষ ট্রেন চালু হওয়ায় পৌষমেলায় আগত দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে।